Ajker Patrika

খুলনার দৌলতপুরে বিএনপির নেতা ও তাঁর ম্যানেজার গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫৬
খুলনার দৌলতপুরে বিএনপির নেতা ও তাঁর ম্যানেজার গুলিবিদ্ধ

মহানগরীর দৌলতপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও তাঁর ম্যানেজারকে দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় দৌলতপুর বিএল কলেজের দ্বিতীয় গেটের সামনে এ ঘটনা ঘটেছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। 

পুলিশ বলছে, ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ এবং পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাঁর ম্যানেজার রফিক।

ওসি নজরুল ইসলাম বলেন, ‘নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ এবং তাঁর ম্যানেজার রফিক মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে বিএল কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কলেজের দ্বিতীয় গেটের বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে ছুটে আসা একটি মোটরসাইকেল থেকে দুজন দুর্বৃত্ত তাঁদের গুলি করে পালিয়ে যায়।’ 

ওসি আরও বলেন, ‘রিয়াজ শাহেদের ডান হাতে ও রফিকের পিঠে গুলি লাগে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁরা এখন শঙ্কামুক্ত রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত