ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় মাছ ধরার জাল কাটা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আবু সাঈদ বিশ্বাস (৫০) নামের একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। তিন দিন আগে গোলকনগর গ্রামের মফিজ উদ্দিনের সমর্থক শাহীন বিশ্বাসের এক কর্মী মাঠে মাছ ধরার জাল ফেলে। কে বা কারা রাতে তাঁর জাল কেটে দেয়।
এসব ঘটনাকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে মসজিদের হিসাবনিকাশ বুঝিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় গোলকনগর গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে শাহীন বিশ্বাসসহ তিন ব্যক্তি ফারুক বিশ্বাসের সমর্থক আবু সাঈদকে ছুরিকাঘাতে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ নিয়ে পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয় এবং ভাঙচুর করা হয় ৫টি বাড়ি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে গোলকনগর গ্রামে সাঈদ বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শাহীন বিশ্বাস, বকু কাজী ও জোয়াদ আলী নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান।
ঝিনাইদহের শৈলকুপায় মাছ ধরার জাল কাটা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আবু সাঈদ বিশ্বাস (৫০) নামের একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। তিন দিন আগে গোলকনগর গ্রামের মফিজ উদ্দিনের সমর্থক শাহীন বিশ্বাসের এক কর্মী মাঠে মাছ ধরার জাল ফেলে। কে বা কারা রাতে তাঁর জাল কেটে দেয়।
এসব ঘটনাকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে মসজিদের হিসাবনিকাশ বুঝিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় গোলকনগর গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে শাহীন বিশ্বাসসহ তিন ব্যক্তি ফারুক বিশ্বাসের সমর্থক আবু সাঈদকে ছুরিকাঘাতে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ নিয়ে পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয় এবং ভাঙচুর করা হয় ৫টি বাড়ি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে গোলকনগর গ্রামে সাঈদ বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শাহীন বিশ্বাস, বকু কাজী ও জোয়াদ আলী নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৮ মিনিট আগে