কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কুকুর প্রভুভক্ত প্রাণী। আবারও সে কথার প্রমাণ দিল টেডি নামের এক কুকুর। জার্মান শেফার্ড জাতের এ কুকুর নিজের জীবন দিয়ে বাঁচাল তার প্রভুকে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে কোটচাঁদপুরের বলরামনগর গ্রামে।
বৃহস্পতিবার রাতে টেডির মালিক সেলিম রেজা ও তাঁর ভাই আলিম রেজা মাঠে আলুর জমি পাহারা দিচ্ছিলেন। পাশে ছিল বিশ্রামের খাট। এর ওপর দুই ভাই শুয়ে ছিলেন। আর টেডি ছিল ওই খাটের নিচে। রাত ৯টার দিকে ওই খাটের কাছে একটি সাপ আসে। মালিককে আক্রান্ত করার আশঙ্কায় টেডি সাপটিকে ধাওয়া দেয়। কিছু দূরে উভয়ের মধ্যে লড়াই হয়। একপর্যায়ে টেডি সাপটিকে মারতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যে আক্রান্ত হয় নিজেও। সাপের কামড়ে মারা যায় টেডি।
টেডির মালিক সেলিম রেজা বলেন, ‘ব্যবসার পাশাপাশি পশুপাখি পোষা আমার শখ। টেডিকে ১ লাখ টাকা দিয়ে কেনা হয়। টেডি জার্মান কুকুর। তাকে ২০১৯ সালে বাংলাদেশে আনা হয়। সেই থেকে আমার কাছে থাকে। টেডি সাপটিকে দেখতে না পেলে আজ টেডির জায়গায় আমরা দুই ভাইয়ের মৃত্যু হতো। তার কারণে আজ বেঁচে গেলাম। সে আমাদের পরিবারের অন্যতম সদস্য ছিল।’
সেলিম রেজা ও আলিম রেজার পরিবারের সঙ্গে টেডির সম্পর্ক সত্যিই পরিবারের সদস্যের মতো ছিল। তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ই দুর্ঘটনা থেকে রক্ষা করেছে টেডি। এ বিষয়ে সেলিম রেজা বলেন, ‘তার ওপর নির্ভর করে মাঠের ফসল করি। পাহারা দেওয়ার জন্য কোনো লেবার রাখা লাগে না। এ ছাড়া সে কয়েকবার আমার পরিবারকে বাঁচিয়েছে। এর মধ্যে একদিন আমার ছেলেকে মোটরসাইকেলের নিচে পড়া থেকে রক্ষা করে। এ ছাড়া সে বাড়িও পাহারা দেয় আমাদের। সে আমাদের খুব বিশ্বস্ত ছিল।’
সেলিম রেজা কোটচাঁদপুর উপজেলা বলরামনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
কুকুর প্রভুভক্ত প্রাণী। আবারও সে কথার প্রমাণ দিল টেডি নামের এক কুকুর। জার্মান শেফার্ড জাতের এ কুকুর নিজের জীবন দিয়ে বাঁচাল তার প্রভুকে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে কোটচাঁদপুরের বলরামনগর গ্রামে।
বৃহস্পতিবার রাতে টেডির মালিক সেলিম রেজা ও তাঁর ভাই আলিম রেজা মাঠে আলুর জমি পাহারা দিচ্ছিলেন। পাশে ছিল বিশ্রামের খাট। এর ওপর দুই ভাই শুয়ে ছিলেন। আর টেডি ছিল ওই খাটের নিচে। রাত ৯টার দিকে ওই খাটের কাছে একটি সাপ আসে। মালিককে আক্রান্ত করার আশঙ্কায় টেডি সাপটিকে ধাওয়া দেয়। কিছু দূরে উভয়ের মধ্যে লড়াই হয়। একপর্যায়ে টেডি সাপটিকে মারতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যে আক্রান্ত হয় নিজেও। সাপের কামড়ে মারা যায় টেডি।
টেডির মালিক সেলিম রেজা বলেন, ‘ব্যবসার পাশাপাশি পশুপাখি পোষা আমার শখ। টেডিকে ১ লাখ টাকা দিয়ে কেনা হয়। টেডি জার্মান কুকুর। তাকে ২০১৯ সালে বাংলাদেশে আনা হয়। সেই থেকে আমার কাছে থাকে। টেডি সাপটিকে দেখতে না পেলে আজ টেডির জায়গায় আমরা দুই ভাইয়ের মৃত্যু হতো। তার কারণে আজ বেঁচে গেলাম। সে আমাদের পরিবারের অন্যতম সদস্য ছিল।’
সেলিম রেজা ও আলিম রেজার পরিবারের সঙ্গে টেডির সম্পর্ক সত্যিই পরিবারের সদস্যের মতো ছিল। তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ই দুর্ঘটনা থেকে রক্ষা করেছে টেডি। এ বিষয়ে সেলিম রেজা বলেন, ‘তার ওপর নির্ভর করে মাঠের ফসল করি। পাহারা দেওয়ার জন্য কোনো লেবার রাখা লাগে না। এ ছাড়া সে কয়েকবার আমার পরিবারকে বাঁচিয়েছে। এর মধ্যে একদিন আমার ছেলেকে মোটরসাইকেলের নিচে পড়া থেকে রক্ষা করে। এ ছাড়া সে বাড়িও পাহারা দেয় আমাদের। সে আমাদের খুব বিশ্বস্ত ছিল।’
সেলিম রেজা কোটচাঁদপুর উপজেলা বলরামনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৯ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৪ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৮ মিনিট আগে