Ajker Patrika

খুবি কেন্দ্রে কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি 
কুয়েটের ভর্তি পরীক্ষা পরিদর্শন করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা
কুয়েটের ভর্তি পরীক্ষা পরিদর্শন করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি এবং বিআর্ক কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রেভারেন্ড পলস্ হাইস্কুল ও হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটে এই পরীক্ষা হয়।

খুবি কেন্দ্রে মোট ৬ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল মোট শিক্ষার্থীর ৯২ দশমিক ১২ শতাংশ।

এদিকে, পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন এবং রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের পরীক্ষাকেন্দ্র ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশিদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. নাজমুস সাদাত এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা।

এ ছাড়া পরীক্ষা চলাকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পরীক্ষার হল ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন। এ সময় কুয়েটের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে তাঁরাও সন্তোষ প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত