গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
দীর্ঘ তাপপ্রবাহের পর দেশের অনেক জায়গাতেই নেমেছে স্বস্তির বৃষ্টি। কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলায় এখনো দেখা নেই বৃষ্টির। এতে বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে পানির সংকট। অনেক টিউবওয়েলে পানি উঠছে না। অথচ গ্রামে সুপেয় পানির জন্য নলকূপই শেষ ভরসা। তাই যেখানে পানি পাওয়া যাচ্ছে সেখানে ভিড় করছেন মানুষ। এদিকে মাঠের সেচপাম্পে পানি কম ওঠায় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
বামন্দী মাঠের সেচপাম্পের মালিক হাবিবুর রহমান বলেন, ‘আমার মটরে পানি উঠছে না ঠিকমতো। সেচ দিতে গিয়ে খুব ভোগান্তি হচ্ছে। এ সময় বোরো ধানে সেচ দিতে না পারলে ক্ষতি হয়ে যাবে। এ ছাড়া মাঠে পাট, মরিচ সবজিসহ বিভিন্ন ফসল রয়েছে। সেগুলোর জন্যও সেচ দেওয়া জরুরি।’
ঝোড়াঘাট গ্রামের মো. লিখন আলী বলেন, ‘কয়েক দিন আগে আমি ঢাকা থেকে বাড়ি এসেছি। প্রচণ্ড দাবদাহে খুব কষ্ট হচ্ছিল। গোসল করতে গিয়ে দেখি টিউবওয়েলে পানি উঠছে না। আর যতটুকু উঠছে তা খুব নোংরা। পরে পাশের বাড়িতে গিয়ে গোসল করে আসি। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে পানি নিচে নেমে গেছে।’
স্থানীয় ইলেকট্রিশিয়ান মিস্ত্রি সুজাউদ্দিন বলেন, ‘আমরা বিভিন্ন গ্রামে মটরের কাজ করতে যাচ্ছি। অনেক বাড়িতে দেখছি টিউবওয়েলে পানি উঠছে না। মনে হচ্ছে পানির স্তর অনেক নিচে নেমে গেছে।’
শিক্ষাপ্রতিষ্ঠানের টিউবওয়েলও পানি খুব কম উঠছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা। দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিব ফেরদৌস বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে পানির লেয়ার নিচে নেমে গেছে। এ জন্য টিউবওয়েল থেকে পানি কম উঠছে। শিক্ষার্থীরা টিউবওয়েল থেকে পানি তুলতে গিয়ে দেখছে পানি কম উঠছে।
তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন গ্রামের টিউবওয়েলে পানি ভালো উঠছে না। এ ছাড়া মাঠের সেচপাম্পেও পানি কম উঠছে। এর সমাধান আল্লাহর রহমতের বৃষ্টি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।
গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজ কল্লোল জানান, গাংনী উপজেলায় প্রায় ৮০ হাজার গভীর ও অগভীর নলকূপ রয়েছে। এর মধ্যে প্রায় ২০ হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে। আমরা নতুন ৭৪টি গভীর ও অগভীর নলকূপ স্থাপন করব। আশা করছি এই মাসের মধ্যেই কাজ শুরু হবে।
দীর্ঘ তাপপ্রবাহের পর দেশের অনেক জায়গাতেই নেমেছে স্বস্তির বৃষ্টি। কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলায় এখনো দেখা নেই বৃষ্টির। এতে বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে পানির সংকট। অনেক টিউবওয়েলে পানি উঠছে না। অথচ গ্রামে সুপেয় পানির জন্য নলকূপই শেষ ভরসা। তাই যেখানে পানি পাওয়া যাচ্ছে সেখানে ভিড় করছেন মানুষ। এদিকে মাঠের সেচপাম্পে পানি কম ওঠায় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
বামন্দী মাঠের সেচপাম্পের মালিক হাবিবুর রহমান বলেন, ‘আমার মটরে পানি উঠছে না ঠিকমতো। সেচ দিতে গিয়ে খুব ভোগান্তি হচ্ছে। এ সময় বোরো ধানে সেচ দিতে না পারলে ক্ষতি হয়ে যাবে। এ ছাড়া মাঠে পাট, মরিচ সবজিসহ বিভিন্ন ফসল রয়েছে। সেগুলোর জন্যও সেচ দেওয়া জরুরি।’
ঝোড়াঘাট গ্রামের মো. লিখন আলী বলেন, ‘কয়েক দিন আগে আমি ঢাকা থেকে বাড়ি এসেছি। প্রচণ্ড দাবদাহে খুব কষ্ট হচ্ছিল। গোসল করতে গিয়ে দেখি টিউবওয়েলে পানি উঠছে না। আর যতটুকু উঠছে তা খুব নোংরা। পরে পাশের বাড়িতে গিয়ে গোসল করে আসি। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে পানি নিচে নেমে গেছে।’
স্থানীয় ইলেকট্রিশিয়ান মিস্ত্রি সুজাউদ্দিন বলেন, ‘আমরা বিভিন্ন গ্রামে মটরের কাজ করতে যাচ্ছি। অনেক বাড়িতে দেখছি টিউবওয়েলে পানি উঠছে না। মনে হচ্ছে পানির স্তর অনেক নিচে নেমে গেছে।’
শিক্ষাপ্রতিষ্ঠানের টিউবওয়েলও পানি খুব কম উঠছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা। দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিব ফেরদৌস বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে পানির লেয়ার নিচে নেমে গেছে। এ জন্য টিউবওয়েল থেকে পানি কম উঠছে। শিক্ষার্থীরা টিউবওয়েল থেকে পানি তুলতে গিয়ে দেখছে পানি কম উঠছে।
তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন গ্রামের টিউবওয়েলে পানি ভালো উঠছে না। এ ছাড়া মাঠের সেচপাম্পেও পানি কম উঠছে। এর সমাধান আল্লাহর রহমতের বৃষ্টি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।
গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজ কল্লোল জানান, গাংনী উপজেলায় প্রায় ৮০ হাজার গভীর ও অগভীর নলকূপ রয়েছে। এর মধ্যে প্রায় ২০ হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে। আমরা নতুন ৭৪টি গভীর ও অগভীর নলকূপ স্থাপন করব। আশা করছি এই মাসের মধ্যেই কাজ শুরু হবে।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে