Ajker Patrika

ঝিনাইদহে ১৪৮টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৪
ঝিনাইদহে ১৪৮টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে ১৪৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে সদর উপজেলার ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোটকেন্দ্রের মধ্যে ১৩০টি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। কেন্দ্রগুলোতে পুরুষদের থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি রয়েছে।

জানা গেছে, উপজেলার ১৪৮ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১ হাজার ১১৩ জন পুলিশ, ৩ প্লাটুন বিজিবি, ৩৮ জন র‍্যাব ও ২ হাজার ৫১৬ জন আনসার সদস্য কাজ করছেন। এসব কেন্দ্রে ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট রয়েছেন ১৫ জন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকায় একটি হত্যার ঘটনাসহ একের পর এক পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। ফলে ভোটারদের মধ্যে কিছুটা শঙ্কা দেখা গেছে। 

এর আগে ভোটের আগের দিন গতকাল শনিবার সকালে ঝিনাইদহ শহরের বীরশ্রেষ্ঠ হামদির রহমান স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে পুলিশের আইনশৃঙ্খলাবিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম এ ব্রিফিং করেন। এ সময় ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কঠোর দিকনির্দেশনা দেওয়া হয়। কেউ ভোটারদের বাধা দেওয়া কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

টিকারীবাজার ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু সালেহ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন কড়া নজরদারি করছে। ভোট শুরুর প্রথম তিন ঘণ্টায় ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত