শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
শুষ্ক মৌসুমে নিচে নেমে গেছে ঝিনাইদহের শৈলকুপার ভূগর্ভস্থ পানি। এতে সুপেয় পানি সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলায় ৬ হাজার ৫০টির বেশি নলকূপ থাকলেও ৪ হাজারের বেশি অকেজো হওয়ার উপক্রম। এসব নলকূপ দিয়ে উঠছে না পানি। এমন অবস্থায় ১০ হাজারেরও বেশি পরিবার সুপেয় পানির সংকটে রয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভেদে পানির স্তর ২৮ থেকে ৩০ ফুট থাকলেও বর্তমান স্তর আরও নিচে নেমে গেছে। সরকারিভাবে উপজেলায় ৫০০-র বেশি সাবমার্সিবল পানির পাম্প আছে। পানির সংকট কাটাতে কেউ কেউ বাড়িতে নতুন করে সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন।
উপজেলার পৌর এলাকার আউশিয়া, মাঠপাড়া, হাসনাভিটা, বালিয়াডাঙ্গা, চতুড়া, ঝাউদিয়া, সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া, ভাটবাড়ী, কাতলাগাড়ি, নবগ্রাম, চরবাখরবা, কাচেরকোল ইউনিয়নের কচুয়াসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে টিউবওয়েলে পানি না ওঠায় পুকুরের পানি দিয়েই চলছে দৈনন্দিন কার্যক্রম।
যেসব বাড়ির টিউবওয়েলে পানি মিলছে, সেখানে আবার নারীদের দীর্ঘ সারি। সামর্থ্যবান অনেকে আবার টিউবওয়েলে পানি না পেয়ে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি তোলার ব্যবস্থা করেছেন। কিন্তু সেখানেও দেখা গেছে লম্বা লাইন।
কয়েকটি বাড়িতে দেখা যায়, নলকূপ থেকে পানি ওঠানোর জন্য নতুন করে মাটি খোঁড়ার কাজ চলছে। কিছু কিছু এলাকায় ভ্যাটিক্যালযুক্ত নলকূপে সামান্য কিছু টিউবওয়েলে পানি উঠলেও হাজারেরও বেশি টিউবওয়েলে একেবারেই পানি উঠছে না। ফলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে এলাকায়।
পৌর এলাকার চতুড়া গ্রামের বাসিন্দা আ. রহিম বলেন, ‘পানি ছাড়া জীবন বাঁচবে কীভাবে? অল্প আয়ের মানুষের সুপেয় পানি কিনে খাওয়া সম্ভব না। আমরা হাজার হাজার মানুষ পানি সংকটে পড়েছি। এ সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে।’
উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল বিশ্বাস বলেন, ‘আমার নিজের বাড়ির টিউবওয়েলে পানি উঠছে না। আমার ইউনিয়নের বিভিন্ন গ্রামে টিউবওয়েলে পানি না ওঠায় হাজারো মানুষ তীব্র পানি সংকটে পড়েছে।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আসিফ আলম পানিসংকটের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, পানির স্তর শুষ্ক মৌসুমে নিচে নামার কারণে ব্যক্তিগতভাবে স্থাপিত নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। ফলে পানির সংকট দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে স্পেশাল প্রকল্প নিয়ে পানি সমস্যার সমাধান করতে হবে। পানি সরবরাহ অথবা নলকূপ স্থাপনে কারিগরি সহায়তার প্রয়োজন হলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী বলেন, ‘পানির সংকটের কথা শুনেছি। এ সমস্যার সমাধানের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সহায়তা করবে।’
শুষ্ক মৌসুমে নিচে নেমে গেছে ঝিনাইদহের শৈলকুপার ভূগর্ভস্থ পানি। এতে সুপেয় পানি সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলায় ৬ হাজার ৫০টির বেশি নলকূপ থাকলেও ৪ হাজারের বেশি অকেজো হওয়ার উপক্রম। এসব নলকূপ দিয়ে উঠছে না পানি। এমন অবস্থায় ১০ হাজারেরও বেশি পরিবার সুপেয় পানির সংকটে রয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভেদে পানির স্তর ২৮ থেকে ৩০ ফুট থাকলেও বর্তমান স্তর আরও নিচে নেমে গেছে। সরকারিভাবে উপজেলায় ৫০০-র বেশি সাবমার্সিবল পানির পাম্প আছে। পানির সংকট কাটাতে কেউ কেউ বাড়িতে নতুন করে সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন।
উপজেলার পৌর এলাকার আউশিয়া, মাঠপাড়া, হাসনাভিটা, বালিয়াডাঙ্গা, চতুড়া, ঝাউদিয়া, সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া, ভাটবাড়ী, কাতলাগাড়ি, নবগ্রাম, চরবাখরবা, কাচেরকোল ইউনিয়নের কচুয়াসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে টিউবওয়েলে পানি না ওঠায় পুকুরের পানি দিয়েই চলছে দৈনন্দিন কার্যক্রম।
যেসব বাড়ির টিউবওয়েলে পানি মিলছে, সেখানে আবার নারীদের দীর্ঘ সারি। সামর্থ্যবান অনেকে আবার টিউবওয়েলে পানি না পেয়ে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি তোলার ব্যবস্থা করেছেন। কিন্তু সেখানেও দেখা গেছে লম্বা লাইন।
কয়েকটি বাড়িতে দেখা যায়, নলকূপ থেকে পানি ওঠানোর জন্য নতুন করে মাটি খোঁড়ার কাজ চলছে। কিছু কিছু এলাকায় ভ্যাটিক্যালযুক্ত নলকূপে সামান্য কিছু টিউবওয়েলে পানি উঠলেও হাজারেরও বেশি টিউবওয়েলে একেবারেই পানি উঠছে না। ফলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে এলাকায়।
পৌর এলাকার চতুড়া গ্রামের বাসিন্দা আ. রহিম বলেন, ‘পানি ছাড়া জীবন বাঁচবে কীভাবে? অল্প আয়ের মানুষের সুপেয় পানি কিনে খাওয়া সম্ভব না। আমরা হাজার হাজার মানুষ পানি সংকটে পড়েছি। এ সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে।’
উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল বিশ্বাস বলেন, ‘আমার নিজের বাড়ির টিউবওয়েলে পানি উঠছে না। আমার ইউনিয়নের বিভিন্ন গ্রামে টিউবওয়েলে পানি না ওঠায় হাজারো মানুষ তীব্র পানি সংকটে পড়েছে।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আসিফ আলম পানিসংকটের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, পানির স্তর শুষ্ক মৌসুমে নিচে নামার কারণে ব্যক্তিগতভাবে স্থাপিত নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। ফলে পানির সংকট দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে স্পেশাল প্রকল্প নিয়ে পানি সমস্যার সমাধান করতে হবে। পানি সরবরাহ অথবা নলকূপ স্থাপনে কারিগরি সহায়তার প্রয়োজন হলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী বলেন, ‘পানির সংকটের কথা শুনেছি। এ সমস্যার সমাধানের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সহায়তা করবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৪ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে