বাগেরহাট প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলায় আগামীকাল রোববার ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে আজ শনিবার দুপুর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে।
আগামীকাল রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলা পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান বলেন, ‘আজ শনিবার দুপুর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও আনসার সদস্যরা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্র যাচ্ছেন। ব্যালট পেপার যাবে আগামীকাল রোববার সকালে।’
মাহফুজুর রহমান জানান, এবারের নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোংলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। শরণখোলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।
তিনটি উপজেলায় ১৯৩ কেন্দ্রে ৪ লাখ ৭৮ হাজার ৬২৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে মোংলায় একটি পৌরসভা ও ৬ ইউনিয়নে ৪৮ ভোটকেন্দ্রে ১ লাখ ২০ হাজার ৪৬৫ জন ভোটার রয়েছেন।
মোরেলগঞ্জে ১ পৌরসভা ও ১৬ ইউনিয়নে ১১১ কেন্দ্রে ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন ভোট দিতে পারবেন। শরণখোলায় ৪ ইউনিয়নে ৩৪ ভোটকেন্দ্র ১ লাখ ৭৫৪ জন ভোট দিতে করবেন।
এসব উপজেলার সব কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে গেলেও, তিনটি উপজেলার প্রত্যন্ত এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ ৭৪ কেন্দ্রে আজকেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় জানিয়েছে।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ ভোট কর্মকর্তাদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবির ভ্রাম্যমাণ দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলায় আগামীকাল রোববার ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে আজ শনিবার দুপুর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে।
আগামীকাল রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলা পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান বলেন, ‘আজ শনিবার দুপুর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও আনসার সদস্যরা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্র যাচ্ছেন। ব্যালট পেপার যাবে আগামীকাল রোববার সকালে।’
মাহফুজুর রহমান জানান, এবারের নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোংলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। শরণখোলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।
তিনটি উপজেলায় ১৯৩ কেন্দ্রে ৪ লাখ ৭৮ হাজার ৬২৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে মোংলায় একটি পৌরসভা ও ৬ ইউনিয়নে ৪৮ ভোটকেন্দ্রে ১ লাখ ২০ হাজার ৪৬৫ জন ভোটার রয়েছেন।
মোরেলগঞ্জে ১ পৌরসভা ও ১৬ ইউনিয়নে ১১১ কেন্দ্রে ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন ভোট দিতে পারবেন। শরণখোলায় ৪ ইউনিয়নে ৩৪ ভোটকেন্দ্র ১ লাখ ৭৫৪ জন ভোট দিতে করবেন।
এসব উপজেলার সব কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে গেলেও, তিনটি উপজেলার প্রত্যন্ত এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ ৭৪ কেন্দ্রে আজকেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় জানিয়েছে।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ ভোট কর্মকর্তাদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবির ভ্রাম্যমাণ দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১২ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে