Ajker Patrika

ইবিতে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি

ইবি প্রতিনিধি
শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। ছবি: সংগৃহীত
শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দিয়ে কেক কেটে ‘মৃত্যু উদ্‌যাপন’ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’, ‘শেখ হাসিনা স্বৈরাচার’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দেশের এক স্বৈরাচারীর প্রতীকী ফাঁসি দিয়েছি এবং মৃত্যু-আনন্দ ভাগাভাগি করতে কেক কেটে উদ্‌যাপন করেছি। শেখ হাসিনা ও তাঁর সরকার গত ১৫ বছর জনগণকে বাকরুদ্ধ করে রেখেছিল, গুম ও খুন করেছে। জুলাই অভ্যুত্থানে দেখেছি, কীভাবে মানুষকে পাখির মতো হত্যা করা হয়েছে।’

তাঁরা আরও বলেন, ‘গত এক বছরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিচার কার্যক্রমে কোনো অগ্রগতি দেখা যায়নি। এর প্রতিবাদে এই প্রতীকী ফাঁসির আয়োজন করেছি এবং ফাঁসির খুশি ভাগাভাগি করতে কেক কেটেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত