Ajker Patrika

স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত ১

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত ১

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম (০৯) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ সময় অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বৈলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার বৈলতলী গ্রামের রেজাউল করিমের মেয়ে। অন্যদিকে গুরুতর আহত শিশুর নাম তাজমিরা (১২)। সে একই গ্রামের সরোয়ার হোসেনের মেয়ে।

সময় শিশু দুটি দ্বিতীয় শিফটে বিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময়ে দ্রুতগামী মাইক্রোটি তাদের চাপা দেয়। 

প্রত্যক্ষদর্শী ও নিহত শিশুর স্কুলের প্রধান শিক্ষক নাসিমা খাতুন জানান, দুপুর ১২টার দিকে স্কুলে আসার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় খুলনাগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশু দুজন গুরুতর আহত হয়। শিশুদের উদ্ধার করে প্রাথমিকভাবে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশু দুইটি পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী পশ্বিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। 

নিহত মরিয়মের বাবা রেজাউল করিম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘ফুলের মতো শিশুটিকে ঘাতক চালক চিরদিনের মতো আমার কাছ থেকে কেড়ে নিয়েছে।’ এ সময় তিনি মাইক্রোবাসটি জব্দ করে চালককে বিচারের আওতায় আনার দাবি করেন। 

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন দাস জানান, দুর্ঘটনায় আহত শিশু দুইটির মধ্যে মরিয়মের মাথা ও বুকে গুরুতর আঘাত লাগায় শ্বাসকষ্ট হচ্ছিল। তার অবস্থা সংকটাপন্ন ছিল। অপর শিশু তাজমিরার পা ভেঙে গিয়েছে ও বুকে আঘাত লেগেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিশু মরিয়মের মৃত্যুর খবর নিশ্চিত করে বৈলতলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন বলেন, ‘খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই এবং সাথে থেকে শিশুদের সকল প্রকার চিকিৎসা সহযোগিতা করি। কিন্তু শিশু মরিয়ম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর পর আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়।’ 

মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত