Ajker Patrika

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় ভেড়ামারা-রায়টা সড়কের আড়কান্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

নিহত মনিরুল ইসলাম (৩৬) উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গো-হাট এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে। আহত শিমুল ইসলাম (৩৪) মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাড়ারা গ্রামের জহির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ভেড়ামারা-রায়টা সড়কের বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মনিরুল ইসলাম ও অপর মোটরসাইকেল আরোহী শিমুল ইসলাম গুরুতর আহত হয়। 
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শিমুল ইসলাম কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মনিরুল ইসলাম নামে একজন মারা গেছে। সুরতহাল শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত