Ajker Patrika

খেলা হবে, সেই খেলায় বিএনপি পরাজিত হবে: ওবায়দুল কাদের

ঝিনাইদহ প্রতিনিধি
খেলা হবে, সেই খেলায় বিএনপি পরাজিত হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিজয়ের মাসে বিএনপি বিশৃঙ্খলা করতে চায়, সন্ত্রাসী কার্যকলাপের পাঁয়তারা করছে। বাঁশের লাঠিতে জাতীয় পতাকা, এটা আমরা হতে দেব না। খেলা হবে, সেই খেলায় তারা (বিএনপি) পরাজিত হবে। আন্দোলনে পরাজিত হলে ভোটেও পরাজিত হবে।’

আজ রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী সংসদ সদস্য আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।

তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। আদালতের নির্দেশে ওটা এখন মিউজিয়ামে মন্তব্য করে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়া নেতা হবেন। হারিয়ে যাওয়া হওয়া ভবন আবার ফিরে পেতে চায়। বিএনপি আন্দোলন নিয়ে দিবা স্বপ্ন দেখছেন। যা কখনো বাস্তবায়ন হবে না।

মন্ত্রী আরও বলেন, ‘নেতাদের একরকম দেখা যায়, বিল বোর্ডে আরেক রকম হয়ে যায়। এ সম্মেলনে এসে যে বিলবোর্ড দেখলাম; এত বিলবোর্ড আর কখনো দেখিনি। নেত্রী বলেছেন খরচ কমাতে, এখানে এসে দেখলাম বিলবোর্ড আর বিলবোর্ড। স্থানীয় নেতাদের উদ্দেশ্যে বলছি, খরচ কমান মানুষের কল্যাণে কাজ করেন। মানুষের পাশে দাঁড়ান।’

বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ সম্মেলনের উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে বক্তৃতা দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

দীর্ঘ ৭ বছর পর রোববার জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রতীক্ষিত এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত