মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলা পৌরসভার শাপলা চত্বরের একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার বিকেলে ভবনটির তৃতীয় তলায় লাগা আগুনে কেউ হতাহত হননি। তবে ভবনটির দ্বিতীয় তলায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শাখা থাকায় কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রূপালী ব্যাংক মোংলা পোর্ট শাখার ব্যবস্থাপক সুমন কুমার রায় বলেন, ‘আগুনের খবর পেয়ে গ্রাহকদের টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদে দ্রুত সরিয়ে ফেলি। তা ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’
ফায়ার সার্ভিস বাগেরহাট সার্কেল-২-এর পরিদর্শক মো. কাইয়ুমজ্জামান বলেন, ‘প্রথমে রূপালী ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে দেখি ব্যাংকের তৃতীয় তলায় একটি টেইলার্সের ঘরে আগুন জ্বলছে। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। আমরা ধারণা করছি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘ভবনটির নিচতলায় থাকা সেঞ্চুরি টেইলার্সের কারখানা রয়েছে। ওই কারখানায় শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, শাপলা চত্বরের ফেন্সি কমপ্লেক্স ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই ভবনের নিচতলায় থাকা সেঞ্চুরি টেইলার্সের কারখানা রয়েছে। ওই কারখানায় শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় আগুন বেশি ছড়াতে পারেনি। কারখানায় থাকা শ্রমিকেরা দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনাও ঘটেনি। এমনকি ওই ভবনের দ্বিতীয় তলায় থাকা রূপালী ব্যাংকও আগুন পৌঁছাতে না পারায় অল্পের জন্য রক্ষা পায় সেটি।
বাগেরহাটের মোংলা পৌরসভার শাপলা চত্বরের একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার বিকেলে ভবনটির তৃতীয় তলায় লাগা আগুনে কেউ হতাহত হননি। তবে ভবনটির দ্বিতীয় তলায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শাখা থাকায় কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রূপালী ব্যাংক মোংলা পোর্ট শাখার ব্যবস্থাপক সুমন কুমার রায় বলেন, ‘আগুনের খবর পেয়ে গ্রাহকদের টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদে দ্রুত সরিয়ে ফেলি। তা ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’
ফায়ার সার্ভিস বাগেরহাট সার্কেল-২-এর পরিদর্শক মো. কাইয়ুমজ্জামান বলেন, ‘প্রথমে রূপালী ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে দেখি ব্যাংকের তৃতীয় তলায় একটি টেইলার্সের ঘরে আগুন জ্বলছে। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। আমরা ধারণা করছি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘ভবনটির নিচতলায় থাকা সেঞ্চুরি টেইলার্সের কারখানা রয়েছে। ওই কারখানায় শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, শাপলা চত্বরের ফেন্সি কমপ্লেক্স ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই ভবনের নিচতলায় থাকা সেঞ্চুরি টেইলার্সের কারখানা রয়েছে। ওই কারখানায় শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় আগুন বেশি ছড়াতে পারেনি। কারখানায় থাকা শ্রমিকেরা দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনাও ঘটেনি। এমনকি ওই ভবনের দ্বিতীয় তলায় থাকা রূপালী ব্যাংকও আগুন পৌঁছাতে না পারায় অল্পের জন্য রক্ষা পায় সেটি।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৪ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৮ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪১ মিনিট আগে