Ajker Patrika

ঝিনাইদহে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১২
ঝিনাইদহে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া থানার নূরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারী ছেলে। 

এ বিষয়ে স্কুলশিক্ষক সাইদুর রহমান বলেন, ‘লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশপাশে ঘোরাঘুরি করত। কারও সঙ্গে তেমন একটা কথাবার্তা বলত না। আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাকে স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।’

স্থানীয় চা-দোকানি ওহাব আলী বলেন, ‘এই ব্যক্তি অনেক দিন ধরেই বাজার এলাকায় ঘোরাঘুরি করত। বাজারের দোকানিরা যা দিত তা-ই খেতেন। আর রাত হলে স্কুলের বারান্দায় ঘুমাত।’ 

স্থানীয় যুবক মো. আল আমিন জানান, আমরা প্রতিদিন বিকেলে স্কুলের মাঠে খেলা করতাম। একদিন তিনি আমাকে ডেকে কিছু কাগজ দিয়ে বলেন, ‘এখানে আমার মেয়ের নম্বর আছে। তাকে একটু ফোন দেন কথা বলব।’ আমি সেই নম্বরে ফোন দিয়ে তাঁর মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিই। সে সময় ধারণা করেছি, পরিবারের সঙ্গে তাঁর কোনো ঝামেলা চলছে। যে কারণে তিনি পরিবার ছেড়ে বাইরে থাকেন।’ 

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে করেছি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁদের আসতে বলেছি। তাঁরা যদি না আসেন, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দাফন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত