ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া থানার নূরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারী ছেলে।
এ বিষয়ে স্কুলশিক্ষক সাইদুর রহমান বলেন, ‘লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশপাশে ঘোরাঘুরি করত। কারও সঙ্গে তেমন একটা কথাবার্তা বলত না। আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাকে স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।’
স্থানীয় চা-দোকানি ওহাব আলী বলেন, ‘এই ব্যক্তি অনেক দিন ধরেই বাজার এলাকায় ঘোরাঘুরি করত। বাজারের দোকানিরা যা দিত তা-ই খেতেন। আর রাত হলে স্কুলের বারান্দায় ঘুমাত।’
স্থানীয় যুবক মো. আল আমিন জানান, আমরা প্রতিদিন বিকেলে স্কুলের মাঠে খেলা করতাম। একদিন তিনি আমাকে ডেকে কিছু কাগজ দিয়ে বলেন, ‘এখানে আমার মেয়ের নম্বর আছে। তাকে একটু ফোন দেন কথা বলব।’ আমি সেই নম্বরে ফোন দিয়ে তাঁর মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিই। সে সময় ধারণা করেছি, পরিবারের সঙ্গে তাঁর কোনো ঝামেলা চলছে। যে কারণে তিনি পরিবার ছেড়ে বাইরে থাকেন।’
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে করেছি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁদের আসতে বলেছি। তাঁরা যদি না আসেন, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দাফন করা হবে।’
ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া থানার নূরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারী ছেলে।
এ বিষয়ে স্কুলশিক্ষক সাইদুর রহমান বলেন, ‘লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশপাশে ঘোরাঘুরি করত। কারও সঙ্গে তেমন একটা কথাবার্তা বলত না। আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাকে স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।’
স্থানীয় চা-দোকানি ওহাব আলী বলেন, ‘এই ব্যক্তি অনেক দিন ধরেই বাজার এলাকায় ঘোরাঘুরি করত। বাজারের দোকানিরা যা দিত তা-ই খেতেন। আর রাত হলে স্কুলের বারান্দায় ঘুমাত।’
স্থানীয় যুবক মো. আল আমিন জানান, আমরা প্রতিদিন বিকেলে স্কুলের মাঠে খেলা করতাম। একদিন তিনি আমাকে ডেকে কিছু কাগজ দিয়ে বলেন, ‘এখানে আমার মেয়ের নম্বর আছে। তাকে একটু ফোন দেন কথা বলব।’ আমি সেই নম্বরে ফোন দিয়ে তাঁর মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিই। সে সময় ধারণা করেছি, পরিবারের সঙ্গে তাঁর কোনো ঝামেলা চলছে। যে কারণে তিনি পরিবার ছেড়ে বাইরে থাকেন।’
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে করেছি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁদের আসতে বলেছি। তাঁরা যদি না আসেন, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দাফন করা হবে।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৫ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৫ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে