গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
রাস্তার ওপরই শুকানো হচ্ছে খড়ি। রাখা হয়েছে করাতকলের কাঠ। এ ছাড়া অনেকে রাস্তার পাশে গরুর গোবর, ভাঙারির টিনের বস্তা স্তূপ রেখেছে। তাতে রাস্তা আরও নোংরা হয়ে রয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন রাস্তায় এমন দৃশ্য চোখে পড়েছে। খড়, কাঠ, ভাঙা জিনিসপত্রের স্তূপের কারণে এসব রাস্তা দিয়ে চলাচল করতে যানবাহন ও পথচারীদের বেশ অসুবিধা হচ্ছে। বিশেষ করে সামান্য বৃষ্টি হলে এসব রাস্তায় চলাচল আরও কঠিন হয়ে পড়ে। এতে যেকোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে মোটরসাইকেল যাত্রী, ভ্যানচালক, অটোচালকসহ যাত্রী, পথচারীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয়রা বলছেন, রাস্তায় এসব কাঠ, খড়ি রাখা কোনোভাবেই ঠিক নয়। এর কারণে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। যারা রাস্তার ওপরে করাতকল কাঠ, খড়ি শুকানো ও রাস্তার পাশে ভাঙা জিনিসপত্র স্তূপ করে রাখছে, তাদের ভাবা উচিত, এসবের কারণে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার মধ্যে পড়তে পারে।
পথচারী মো. তামিম আহমেদ বলেন, গ্রামের রাস্তাগুলো তেমন প্রশস্ত নয়। আর রাস্তাগুলোতে এসব জিনিস রাখার কারণে মোটরসাইকেল চালিয়ে যেতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি দেওয়া দরকার।
অটোচালক লাল্টু মিয়া বলেন, ‘রাস্তায় যাওয়ার সময় অন্য যানবাহনকে সাইড দিতে যাওয়ার সময় দুর্ঘটনার ভয়ে থাকি। রাস্তায় বাধা সৃষ্টি করে—এমন সব জিনিস রাখতে দেওয়া উচিত নয়। যেসব রাস্তার পাশে করাতকল রয়েছে, সেখানে কিছু কিছু কাঠ রাস্তার ওপরই রাখা হয়। প্রশাসনের লোকজন যদি এগুলো সরেজমিন ঘুরে দেখেন এবং এগুলো যারা রাস্তায় রাখছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে পরবর্তী সময় কেউ আর এগুলো রাখার সাহস পাবে না।’ ভ্যানচালক আজমাইন হোসেন বলেন, ‘মেইন রাস্তায় এভাবে করাতকলের কাঠ, খড়ি শুকানো ও রাস্তার পাশে খড়ি শুকাতে দেওয়া উচিত নয়। এসবের কারণে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়।’
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি নজরে দেওয়ার জন্য ধন্যবাদ। রাস্তায় কোনো কিছু রেখে চলাচলে বিঘ্ন ঘটানো অপরাধ। এগুলোর কারণে রাস্তায় চলার সময় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই যারা রাস্তায় এসব রাখবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাস্তার ওপরই শুকানো হচ্ছে খড়ি। রাখা হয়েছে করাতকলের কাঠ। এ ছাড়া অনেকে রাস্তার পাশে গরুর গোবর, ভাঙারির টিনের বস্তা স্তূপ রেখেছে। তাতে রাস্তা আরও নোংরা হয়ে রয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন রাস্তায় এমন দৃশ্য চোখে পড়েছে। খড়, কাঠ, ভাঙা জিনিসপত্রের স্তূপের কারণে এসব রাস্তা দিয়ে চলাচল করতে যানবাহন ও পথচারীদের বেশ অসুবিধা হচ্ছে। বিশেষ করে সামান্য বৃষ্টি হলে এসব রাস্তায় চলাচল আরও কঠিন হয়ে পড়ে। এতে যেকোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে মোটরসাইকেল যাত্রী, ভ্যানচালক, অটোচালকসহ যাত্রী, পথচারীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয়রা বলছেন, রাস্তায় এসব কাঠ, খড়ি রাখা কোনোভাবেই ঠিক নয়। এর কারণে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। যারা রাস্তার ওপরে করাতকল কাঠ, খড়ি শুকানো ও রাস্তার পাশে ভাঙা জিনিসপত্র স্তূপ করে রাখছে, তাদের ভাবা উচিত, এসবের কারণে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার মধ্যে পড়তে পারে।
পথচারী মো. তামিম আহমেদ বলেন, গ্রামের রাস্তাগুলো তেমন প্রশস্ত নয়। আর রাস্তাগুলোতে এসব জিনিস রাখার কারণে মোটরসাইকেল চালিয়ে যেতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি দেওয়া দরকার।
অটোচালক লাল্টু মিয়া বলেন, ‘রাস্তায় যাওয়ার সময় অন্য যানবাহনকে সাইড দিতে যাওয়ার সময় দুর্ঘটনার ভয়ে থাকি। রাস্তায় বাধা সৃষ্টি করে—এমন সব জিনিস রাখতে দেওয়া উচিত নয়। যেসব রাস্তার পাশে করাতকল রয়েছে, সেখানে কিছু কিছু কাঠ রাস্তার ওপরই রাখা হয়। প্রশাসনের লোকজন যদি এগুলো সরেজমিন ঘুরে দেখেন এবং এগুলো যারা রাস্তায় রাখছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে পরবর্তী সময় কেউ আর এগুলো রাখার সাহস পাবে না।’ ভ্যানচালক আজমাইন হোসেন বলেন, ‘মেইন রাস্তায় এভাবে করাতকলের কাঠ, খড়ি শুকানো ও রাস্তার পাশে খড়ি শুকাতে দেওয়া উচিত নয়। এসবের কারণে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়।’
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি নজরে দেওয়ার জন্য ধন্যবাদ। রাস্তায় কোনো কিছু রেখে চলাচলে বিঘ্ন ঘটানো অপরাধ। এগুলোর কারণে রাস্তায় চলার সময় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই যারা রাস্তায় এসব রাখবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১০ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে