Ajker Patrika

ইবিতে কোটায় শর্ত শিথিলের দাবিতে কর্তাদের কর্মবিরতি

ইবি প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২১: ৩০
ইবিতে কোটায় শর্ত শিথিলের দাবিতে কর্তাদের কর্মবিরতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিতে পোষ্য কোটায় শর্ত শিথিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে তাঁদের কর্মবিরতি। পাঁচ ঘণ্টার কর্মবিরতি পর দুপুরে শিক্ষকদের গাড়ি আটকিয়ে দেওয়া হয়। পরে প্রক্টর এসে আধা ঘণ্টা পর শিক্ষকদের গাড়ি চলাচল স্বাভাবিক করেন। 

গত ২৬ জুলাই প্রথম কর্মবিরতি শুরু করেন কর্মকর্তারা। আজ চতুর্থ দিনের মতো কর্মসূচি চলে। দাবি না মানলে, সামনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা।

কর্মকর্তাদের দাবি, ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার ক্ষেত্রে শর্ত রাখা হয়েছে। তাহলে কোটাধারীদের কী সুবিধা দেওয়া হলো। পোষ্য কোটাধারী হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে ন্যূনতম যোগ্যতায় ভর্তি নিলে আহামরি কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন তাঁরা।

গুচ্ছের নীতিমালায় বলা হয়েছে, যেকোনো শিক্ষার্থীকে ভর্তির আবেদন করতে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই তাঁদের ভর্তির দাবি জানান তাঁরা।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, ‘পোষ্য কোটায় আমাদের ছেলে-মেয়েদের ভর্তি করাব—এটা আমাদের অধিকার। আমরা দীর্ঘদিন ধরে উপাচার্যের কাছে অনুরোধ করে আসছি। কিন্তু আমরা সমাধান পাচ্ছি না। প্রশাসনের কাছে অনেকবার স্মারকলিপি দিয়েছি। তারা বিষয়টি আমলে নিচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত