Ajker Patrika

‘ভারতীয় আগ্রাসন’-এর বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

খুবি প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১০: ২১
‘ভারতীয় আগ্রাসন’-এর বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করা, উজানে বাঁধ বন্ধ করা এবং ‘দাসত্বমূলক সব চুক্তি বাতিল করাসহ ভারতীয় আগ্রাসনের’ বিরুদ্ধে বিক্ষোভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে হাদী চত্বরে এসে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার দেশ ডুবল কেন, সরকারের কাছে জবাব চাই’, ‘আবরার তোমায় মনে পড়ে, ভারত যখন পানি ছাড়ে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, ‘ভারত অসময়ে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে পরিকল্পিত বন্যার সৃষ্টি করেছে। ফলে বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। প্রয়োজনের সময় তারা বাঁধ দিয়ে পানি বন্ধ করে রাখে, আর অসময়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে। আমরা ভারতের সঙ্গে এমন বন্ধুত্ব চাই না। আন্তর্জাতিক আইনের মাধ্যমে এর সমাধান করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ বলেন, ‘কোনো সতর্কতা ছাড়া এভাবে বাঁধ ছেড়ে দেওয়া ভারতের উচিত হয়নি। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। বাংলাদেশকে বিপদে ফেলে ভারত ভালো থাকতে পারবে না।’খুলনা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত