Ajker Patrika

পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ জালসহ ১৮ জেলে গ্রেপ্তার

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি  
পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ জালসহ ১৮ জেলে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ জালসহ ১৮ জেলে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া এলাকা থেকে ১৮ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন বনরক্ষীরা। পরে বন আইনে মামলা দিয়ে তাঁদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়।

জেলেরা হলেন জামাল হাওলাদার, নাসির হাওলাদার, আক্কাস, জাকির ব্যাপারী, আলম, আইয়ুব আলী, মতিউর রহমান, মিটু বাওয়ালী, জুয়েল বাওয়ালী, মিজানুর, খোকন হাওলাদার, বাবুল হাওলাদার, জুয়েল হাওলাদার, হক ইসলাম, শাকিব, শহীদুল ইসলাম, আজিজুল হাওলাদার ও কুদ্দুস হাওলাদার। এঁদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে গোপন সূত্রে খবর পেয়ে ভোরে বনের চরাপুটিয়া টহল ফাঁড়ির হলদির খালে অভিযান চালান।

এ সময় নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরা অবস্থায় ১৮ জেলেকে আটক করেন তাঁরা। জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত আটটি নৌকা, একটি ট্রলার, বিপুল পরিমাণ বেহুন্দি জাল ও চিংড়ি মাছ।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, নিষিদ্ধ বেহুন্দি জালসহ আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বিকেলে তাঁদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত