Ajker Patrika

মোংলায় নোঙর করেছে রূপপুর বিদ্যুতের পণ্যবাহী জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
মোংলায় নোঙর করেছে রূপপুর বিদ্যুতের পণ্যবাহী জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্য মোংলা বন্দরে এসে পৌঁছেছে। গতকাল বুধবার রাত আড়াইটায় বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। ভারত থেকে ট্রানজিট হয়ে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজে এ মেশিনারি পণ্য বন্দরে এসে পৌঁছায় বলে জানা গেছে। 

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাশিয়া থেকে আসা ৯৮৯ প্যাকেজের এক হাজার ৬৯০ মেট্রিকটন মেশিনারি পণ্য আসে। রাশিয়ার পণ্য হলেও এটি ভারতের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে মোংলা বন্দরে এসেছে। এখন সেগুলো খালাস চলছে।’ 

দুদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়ক পথে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। 

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক হাজার ৪৮ মেট্রিকটন পণ্য নিয়ে মোংলা বন্দরে আসে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেজুতি’। সেই জাহাজের পণ্য ইতিমধ্যে খালাস শেষে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে। 

বন্দর সূত্র জানায়, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য আনা হয় বাংলাদেশের মোংলা বন্দরে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত