Ajker Patrika

কোটচাঁদপুরে ১৫ দিন ধরে ৩ যুবক নিখোঁজ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুরে ১৫ দিন ধরে ৩ যুবক নিখোঁজ

একই গ্রাম থেকে ৩ যুবক নিখোঁজের ১৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি। এর আগে গত ২০ মার্চ (রোববার) সভা শোনার নাম করে ওই তিন যুবক বাড়ি থেকে বের হয়ে যায়। 

নিখোঁজ তিন যুবকের মধ্যে রয়েছে কোটচাঁদপুর বড়বামনদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে পারভেজ হোসেন, রকিব উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ও আনোয়ারের ছেলে রিয়াজ হোসেন। 

জানা যায়, ওই তিন যুবক সভা শোনার নাম করে গেল ২০ মার্চ (রোববার) রাতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাঁদেরকে আর খুঁজে পায়নি পরিবারের লোকজন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। 

এ ব্যাপারে রাব্বি হোসেনের মা সাথী বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে বাড়ি ছেড়ে কোন দিন বাইরে থাকেনি। কোন খারাপ সঙ্গও ছিল না। তবে যাওয়ার কয়দিন ধরে, আমার ছেলের চলা ফেরায় এলোমেলো দেখা যায়। রাব্বিকে পাশের বাড়ির দেবর রিয়াজ হোসেন রোববার রাতে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোন সন্ধান পাইনি। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছি।’ 

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সঞ্চয় কুমার বিশ্বাস বলেন, ‘ওই ঘটনা নিয়ে আমরা কাজ করছি, তেমন কোন অগ্রগতি নাই। তাঁরা বারবার তাঁদের জায়গা বদল করছেন। এ কারণে শনাক্ত করতে সমস্যা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত