Ajker Patrika

শৈলকুপায় চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ, নেই ভোটার উপস্থিতি

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২: ৪৯
শৈলকুপায় চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ, নেই ভোটার উপস্থিতি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পরে সকাল ৯টায় উপজেলার ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারশূন্য। ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণে ৯টা পর্যন্ত ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১০ বুথে মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। কিন্তু এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৬৬ জন। ভোটার উপস্থিতি কম থাকায় ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। শুধু এই কেন্দ্রে নয়, উপজেলার অন্যান্য কেন্দ্রেও একই অবস্থা দেখা গেছে। 

জানা গেছে, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এম আব্দুল হাকিম আহমেদ, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আরিফ রেজা মুন্নু ও মোটরসাইকেল প্রতীকের আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১২০ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৫৪ জন। 

কেন্দ্রে ভোটার উপস্থিতি না থাকায় অলসভাবে বসে আছেন ভোটগ্রহণের কাজে নিয়োজিতরাওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আল আজাদ বলেন, আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এরই মধ্যে যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁরা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছেন। এক ঘণ্টায় ১০ বুথে ২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত