Ajker Patrika

ঝিনাইদহে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ শহরের সিটি কলেজ পাড়ায় বালতির পানিতে ডুবে জান্নাত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। সে ওই এলাকার জহুরা খাতুনের মেয়ে। 

স্থানীয়রা জানায়, দুপুরে আরাপপুর এলাকার সিটি কলেজ পাড়ায় বাড়ির ভেতরে কলের ধারে বালতির পানি নিয়ে খেলা করছিল শিশু জান্নাত। একপর্যায়ে বালতির পানিতে শিশুটি উপুড় হয়ে পড়ে। পরে মা টের পেয়ে শিশুটিকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এখানে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত