Ajker Patrika

ভেড়ামারায় তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
ভেড়ামারায় তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

কুষ্টিয়া ভেড়ামারায় তুষার আহমেদ জিম (২২) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রফেসর পাড়ার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ওই তরুণ প্রফেসর পাড়ার ফজলুল হকের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তুষার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। সকালে তাঁর মোবাইলে কল দিলে কোনো সাড়া মেলেনি। 

এদিকে বাড়ির পাশে যে স্থানে বন্ধুরা মিলে আড্ডা দিত সকালে সেখানে তাঁর ফুফু তসলিমা খাতুন খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সিঁড়ির ল্যান্ডিং প্লেসে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায়। পরে থানা থেকে সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়। 
 
নিহতের ফুফু তসলিমা খাতুন বুড়ি বলেন, ‘সন্ধ্যায় জিমকে বাড়ির সামনে দেখি। আমি তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলি। পরে আর পাওয়া যায়নি। সকালে পাশের একটি বাড়িতে তার লাশ দেখতে পায়।’ 

বাড়ির মালিক গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘আমার বাড়ির সামনের গেট লাগানো থাকে সব সময়। তবে বাড়ির পেছনের অংশের গেট খোলা থাকে। যেটা নির্মাণাধীন অবস্থায় আছে। গত তিন মাস ধরে এ বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই।’ 

প্রফেসর পাড়ার বাসিন্দা মোস্তফা বলেন, জিম যথেষ্ট শান্ত সৃষ্ট ছেলে। বিভিন্ন রকমের কাজ করত। তার সমবয়সী বন্ধুরা মিলে দীর্ঘদিন ধরে এ বাড়িতে আড্ডা দেয়। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সিআইডির ক্রাইম সিন টিমকে খবর পাঠানো হয়েছে। তারা এলে কার্যক্রম শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরে মামলার প্রস্তুতি নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত