Ajker Patrika

চুয়াডাঙ্গায় সাপের দংশনে ২ শিশুর মৃত্যু, হাসাপাতালে ২ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৮: ৫২
চুয়াডাঙ্গায় সাপের দংশনে ২ শিশুর মৃত্যু, হাসাপাতালে ২ 

চুয়াডাঙ্গায় সাপের দংশনে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ ছাড়া আরও দুজন দংশনে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

মারা যাওয়া দুজন হলো সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)। 

আহত দুজন হলো পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে মোছা. কনিকা (১৭) ও জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের আশরাফ আলীর মেয়ে মোছা. ইভা খাতুন (২১)। সবাইকে আজ সকালে চুয়াডাঙ্গা হাসপাতালে আনা হয়। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দেবাশীষ ও রাজনকে আজ সকালে পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করেন। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তারা মারা যায়। 

ওয়াহিদ জানান, সাপের দংশনের শিকার রোগী হাসপাতালে আসার পরপরই ভ্যাকসিন দেওয়া হয়। তবে হাসপাতালে আনতে দেরি হলে মৃত্যুর শঙ্কা থেকে যায়। তাই রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত