Ajker Patrika

ইবি ছাত্রী হত্যা মামলায় স্বামী ও শ্বশুর ২ দিনের রিমান্ডে

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২০: ০২
ইবি ছাত্রী হত্যা মামলায় স্বামী ও শ্বশুর ২ দিনের রিমান্ডে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম উর্মীর হত্যা মামলায় শ্বশুর হাশেম শাহ ও স্বামী আশফাকুজ্জামান প্রিন্সের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে মেহেরপুর জেলার গাংনীর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিশাত তাসনিম উর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। এটি হত্যাকাণ্ডও হতে পারে। এ ছাড়া পরদিন নিশাতের বাবা গোলাম কিবরিয়া বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’ 

এসআই শাহিনুজ্জামান আরও বলেন, ‘ওই মামলায় মৃতের শ্বশুর ও স্বামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার আরেক আসামি তাঁর শাশুড়িকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করতে পারলে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তাই আদালতের কাছে তাদের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের জিজ্ঞাসাবাদের পর আসল রহস্য উদ্ঘাটন হতে পারে মনে করছি। সেই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও স্পষ্ট হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত