Ajker Patrika

কুষ্টিয়ায় ছাগল বাঁধা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৮: ১৯
কুষ্টিয়ায় ছাগল বাঁধা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

কুষ্টিয়ার কুমারখালীতে বসতঘরের পাশে ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত ব্যক্তিরা হলেন আব্দুল খালেক (৭০), তাঁর স্ত্রী জহুরা খাতুন (৬৫), দুই ছেলে জসিম উদ্দিন (৪৫) ও মানিক শেখ (৪০), নাছিমের স্ত্রী দিপা খাতুন (৬০), মানিকের স্ত্রী আসমানি খাতুন (২৫), জসিমের স্ত্রী নুরুন্নাহার (২৮), আকবর আলীর স্ত্রী কাঞ্চন খাতুন (১৮) ও ইউসুফের ছেলে সাগর শেখ (২৫)।

সদকী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য ইমরান হোসেন নাসির বলেন, বাড়ির পথ ও জমি নিয়ে আব্দুল মানিকের পরিবারের সঙ্গে ইউসুফ শেখের বিরোধ চলছিল। আজ বুধবার সকালে মানিকের স্ত্রী আসমানি প্রতিপক্ষের বাড়ির পাশে ছাগল বেঁধেছিলেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে উভয় পক্ষের ৯ জন আহত হন।

ইমরান হোসেন নাসিরের দাবি, তিনি সকালে দুই পক্ষের সংঘর্ষ দেখে পুলিশে খবর দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। তিনি না ঠেকালে সেখানে মার্ডার হয়ে যেত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মানিকের স্ত্রী আসমানি খাতুন বলেন, ‘আমি সকালে প্রতিপক্ষের বাড়ির পাশে ছাগল বেঁধেছিলাম। এ নিয়ে ওরা তর্ক-বিতর্কের এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাতে আমাদের সাতজন আহত হয়েছে। আমি থানায় মামলা করব।’

অপর পক্ষের ইউসুফের ছেলে সাগর শেখ বলেন, ওরা রাস্তার ওপর ছাগল বেঁধেছিল। তাতে চলাচলে সমস্যা হচ্ছিল। ছাগল সরাতে বলায় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা করেছে। তিনিও থানায় মামলা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত