চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পৃথক দুটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের স্বাধীন আলী (৩৭), পৌর শহরের ফার্মপাড়ার আশিকুর রহমান আশিক ওরফে বাদশা (২৭) ও জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের জমির উদ্দীন (৪৮)।
আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে ২০২২ সালের ৯ মে রাতে একদল দুর্বৃত্ত কামাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে বাইরে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কামালের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে আলমডাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক (নিরস্ত্র) ইকরামুল হোসাইন ২০২২ সালের ৩১ জুলাই পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় আসামি স্বাধীন ও আশিকুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত ১৭ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০২২ সালের ১৬ জুন দুপুরে পূর্বপরিকল্পিতভাবে বাবলু রহমানকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ওই দিনই তাঁর স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে জীবননগর থানায় হত্যা মামলা করেন। পুলিশি তদন্ত শেষে ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন জীবননগর থানার উপপরিদর্শক সৈকত পাড়ে। এতে একমাত্র অভিযুক্ত ছিলেন জমির উদ্দিন। ১৪ জনের সাক্ষ্য নেওয়া শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে জমিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মারুফ সারোয়ার বাবু বলেন, একটি মামলায় দুজনকে এবং আরেকটি মামলায় একজনকে ফাঁসি দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। চাঞ্চল্যকর দুটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গায় পৃথক দুটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের স্বাধীন আলী (৩৭), পৌর শহরের ফার্মপাড়ার আশিকুর রহমান আশিক ওরফে বাদশা (২৭) ও জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের জমির উদ্দীন (৪৮)।
আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে ২০২২ সালের ৯ মে রাতে একদল দুর্বৃত্ত কামাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে বাইরে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কামালের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে আলমডাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক (নিরস্ত্র) ইকরামুল হোসাইন ২০২২ সালের ৩১ জুলাই পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় আসামি স্বাধীন ও আশিকুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত ১৭ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০২২ সালের ১৬ জুন দুপুরে পূর্বপরিকল্পিতভাবে বাবলু রহমানকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ওই দিনই তাঁর স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে জীবননগর থানায় হত্যা মামলা করেন। পুলিশি তদন্ত শেষে ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন জীবননগর থানার উপপরিদর্শক সৈকত পাড়ে। এতে একমাত্র অভিযুক্ত ছিলেন জমির উদ্দিন। ১৪ জনের সাক্ষ্য নেওয়া শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে জমিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মারুফ সারোয়ার বাবু বলেন, একটি মামলায় দুজনকে এবং আরেকটি মামলায় একজনকে ফাঁসি দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। চাঞ্চল্যকর দুটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৭ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৭ মিনিট আগে