Ajker Patrika

৩০ বছর বয়সে চার বিয়ে, ছয় সন্তানের দুজনকে বিক্রির অভিযোগ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
৩০ বছর বয়সে চার বিয়ে, ছয় সন্তানের দুজনকে বিক্রির অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা তালসার গ্রামের সাবানা খাতুন। মাত্র ৩০ বছর বয়সে তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন চার বার। আর মা হয়েছেন ৬ সন্তানের। এর মধ্যে দুইটি সন্তান বিক্রির অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে। 

সাবানা খাতুন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা তালসার গ্রামের খোকা মণ্ডলের মেয়ে। প্রতিবেশী নাসরিন খাতুন জানান, ‘তাঁরা কয়েক বছর পর পর এ ধরনের ঘটনা ঘটান। গেল সপ্তাহে স্বামীর সঙ্গে বাপের বাড়িতে আসেন সাবানা। এর পর ডাক্তার দেখানোর কথা বলে আড়াই মাসের বাচ্চাটি বিক্রি করেছেন বলে শুনেছি। বিষয়টি নিয়ে গ্রামের মানুষ চাপাচাপি করায় মঙ্গলবার ভোর রাতে তাঁরা পালিয়ে যায়। এর আগে সড়ক দুর্ঘটনার কথা বলে একটা বাচ্চা বিক্রি করেছেন সাবানা।’ 
 
এ বিষয়ে সাবানার দাদি সালেহা খাতুন বলেন, ‘আমরা হাতে করে তাঁর কোনো বিয়ে দেয়নি। সে নিজের ইচ্ছায় বিয়ে করে প্রথমে এলাঙ্গা গ্রামে। ওই ঘরে ২টি বাচ্চা হয়। ওই বাচ্চা রেখে স্বামীকে তালাক দিয়ে চলে যান ঢাকায়। ওখানে গিয়ে একটা বিয়ে করেন। বাচ্চা হয় ওই ঘরেও একটা। যে বাচ্চাটি বর্তমানে আমার ছেলে লালন-পালন করছে। মাঝখানে আরও দুইটি বিয়ে করে সাবানা। বর্তমানে বিয়ে করেছে মহেশপুর পাতরা গ্রামে। ওই ঘরে বাচ্চা হয়েছে তিনটি। যার মধ্যে একটা দুর্ঘটনায় হারিয়ে যায়। বাকি দুইটি নিয়ে কয়েক দিন আগে আমাদের বাড়িতে এসেছিল। পরে অসুস্থতার কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর একটা বাচ্চা নিয়ে বাড়ি ফেরে।’ 
 
সাবানার পিতা খোকা মণ্ডল জানান, ‘তাঁদের মনে যে, এসব ছিল আমি জানতাম না। গেল কয়েক দিন আগে তাঁরা আমার বাড়িতে আসে। বলে মেয়ের শরীর খারাপ। এরপর ডাক্তার দেখানোর নাম করে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। পরে জানাজানি হয়ে গেলে মঙ্গলবার ভোর রাতে পালিয়েছে তাঁরা। তাদের সব ফোন নম্বর বন্ধ রয়েছে।’ 

এ ব্যাপারে কোটচাঁদপুরের তালসার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, ‘ঘটনা শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি। আমি ইউনিয়ন পরিষদের সদস্যকে বলেছি, সামাজিক ভাবে কি করা যায়। আর যদি কোনো সমস্যা ওরা করে, সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত