Ajker Patrika

কোটচাঁদপুর উপজেলা পরিষদের জানালার গ্রিল কেটে চুরি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
কোটচাঁদপুর উপজেলা পরিষদ ভবন। ছবি: আজকের পত্রিকা
কোটচাঁদপুর উপজেলা পরিষদ ভবন। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের নতুন ভবনে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ল্যাপটপ চুরি হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন উপজেলা চেয়ারম্যানের উপপ্রশাসনিক কর্মকর্তা (সিএ) রাশেদুল ইসলাম। এদিকে নৈশপ্রহরীদের চোখ ফাঁকি দিয়ে চুরি করায় এ নিয়ে চলছে সমালোচনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বর ছিল আগে থেকেই সিসি ক্যামেরার আওতায়। এ ছাড়া উপজেলা পরিষদে রয়েছে আনসার ক্যাম্প। রাতে নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে পাহারারত ছিলেন দুজন আনসার সদস্য ও উপজেলা চত্বরে পাহারায় ছিলেন চার অফিসের চারজন নৈশপ্রহরী। এরপরও পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের জানালার গ্রিল কাটেন চোরেরা। চুরি করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের সিএর ল্যাপটপ। এলোমেলো করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএর কক্ষের অফিশিয়াল কাগজপত্র।

গতকাল রোববার রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলা পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষে। ওই সময় চলছিল লোডশেডিং। এই সুযোগে চোরেরা কক্ষ দুটির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। এরপর চুরি করে পালিয়ে যান।

নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা চেয়ারম্যানের উপপ্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম। তিনি বলেন, উপজেলা পরিষদ চত্বর সিসি ক্যামেরার আওতাধীন। এ ছাড়া রাতে পাহারায় ছিলেন চারজন নৈশপ্রহরী। এরপরও যদি চুরির মতো ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকে যায়। ঘটনাটি নিয়ে কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, চোরেরা গ্রিল কেটে এলোমেলো করে কক্ষ দুটি থেকে কাগজপত্র নিয়ে যান এবং উপজেলা চেয়ারম্যানের সিএর কক্ষ থেকে ল্যাপটপ। এ ছাড়া অন্য কিছু খোয়া যায়নি।

কোটচাঁদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত শুরু করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোন নম্বরে কল দেওয়া হলে তিনি রিসিভ তা করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত