খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. হেলাল উদ্দিনের বাসায় হামলা-ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাশের শাহ-সিরিন সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। গতকাল বৃহস্পতিবার জরুরি প্রয়োজনে তিনি যশোরে নিজের বাড়ি গিয়েছিলেন। আজ শুক্রবার সকালে ফিরে দেখেন বাসার সব আসবাব ভাঙচুর অবস্থায় রয়েছে।
হেলাল উদ্দিনের সহপাঠী নুর আমিন বলেন, হেলাল শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। খুলনার যেসব স্থানে আন্দোলন হতো, তিনি সেসব স্থানে উপস্থিত হতেন। এমনকি আন্দোলনে আটক শিক্ষার্থীদের ছাড়াতে তিনি শিক্ষকদের সঙ্গে সারা রাত থানায় ছিলেন।
নুর আমিন আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় আটক শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে খুলনার আইনজীবীদের নিয়ে তিনি ৮-১০ জনের একটি লিগ্যাল প্যানেল বানিয়েছিলেন। তাঁদের আইনি সহায়তা দিয়ে আসছিলেন তিনি। গতকাল সারা দিন আদালতে ছিলেন আটক শিক্ষার্থীদের ছাড়ানোর ব্যবস্থা করতে। সেখান থেকে রাত ৮টার দিকে নিজের বাড়ি যশোরে যান। আজ সকালে খুলনার বাসায় ফিরে দেখেন মেইন গেটের তালা ভাঙা। কক্ষে ঢুকে দেখেন চেয়ার-টেবিল ভেঙে ফেলা হয়েছে। বাকি জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। তবে তাঁর ল্যাপটপ অক্ষত অবস্থায় পান।
এ ব্যাপারে জানতে চাইলে হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল যশোর থেকে সকালে এসে দেখি, মেইন গেট ও আমার রুমের তালা ভেঙে কে বা কারা ঢুকে সব ভাঙচুর করে রেখেছে। আমার ড্রয়ারে ২ হাজার ৫০০ টাকা ছিল, সেটা নিয়ে গেছে। তবে আমার ল্যাপটপ নেয়নি। মনে হচ্ছে, আমাকে বাসায় না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করে রেখে গেছে।’
হেলাল উদ্দিন আরও বলেন, ‘এ বিষয়ে থানা-পুলিশকে জানানো হবে। আশা করি, পুলিশ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এ ব্যাপারে জানতে চাইলে খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো অভিযোগ বা তথ্য এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘এ রকম কোনো অভিযোগ বা তথ্য এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. হেলাল উদ্দিনের বাসায় হামলা-ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাশের শাহ-সিরিন সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। গতকাল বৃহস্পতিবার জরুরি প্রয়োজনে তিনি যশোরে নিজের বাড়ি গিয়েছিলেন। আজ শুক্রবার সকালে ফিরে দেখেন বাসার সব আসবাব ভাঙচুর অবস্থায় রয়েছে।
হেলাল উদ্দিনের সহপাঠী নুর আমিন বলেন, হেলাল শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। খুলনার যেসব স্থানে আন্দোলন হতো, তিনি সেসব স্থানে উপস্থিত হতেন। এমনকি আন্দোলনে আটক শিক্ষার্থীদের ছাড়াতে তিনি শিক্ষকদের সঙ্গে সারা রাত থানায় ছিলেন।
নুর আমিন আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় আটক শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে খুলনার আইনজীবীদের নিয়ে তিনি ৮-১০ জনের একটি লিগ্যাল প্যানেল বানিয়েছিলেন। তাঁদের আইনি সহায়তা দিয়ে আসছিলেন তিনি। গতকাল সারা দিন আদালতে ছিলেন আটক শিক্ষার্থীদের ছাড়ানোর ব্যবস্থা করতে। সেখান থেকে রাত ৮টার দিকে নিজের বাড়ি যশোরে যান। আজ সকালে খুলনার বাসায় ফিরে দেখেন মেইন গেটের তালা ভাঙা। কক্ষে ঢুকে দেখেন চেয়ার-টেবিল ভেঙে ফেলা হয়েছে। বাকি জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। তবে তাঁর ল্যাপটপ অক্ষত অবস্থায় পান।
এ ব্যাপারে জানতে চাইলে হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল যশোর থেকে সকালে এসে দেখি, মেইন গেট ও আমার রুমের তালা ভেঙে কে বা কারা ঢুকে সব ভাঙচুর করে রেখেছে। আমার ড্রয়ারে ২ হাজার ৫০০ টাকা ছিল, সেটা নিয়ে গেছে। তবে আমার ল্যাপটপ নেয়নি। মনে হচ্ছে, আমাকে বাসায় না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করে রেখে গেছে।’
হেলাল উদ্দিন আরও বলেন, ‘এ বিষয়ে থানা-পুলিশকে জানানো হবে। আশা করি, পুলিশ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এ ব্যাপারে জানতে চাইলে খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো অভিযোগ বা তথ্য এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘এ রকম কোনো অভিযোগ বা তথ্য এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৩ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে