Ajker Patrika

২১ মাস পর ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু

ইবি প্রতিনিধি 
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ২৯
ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি: আজকের পত্রিকা
ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ২১ মাস বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় তিনি পরীক্ষামূলকভাবে ক্যাফেটেরিয়ার কার্যক্রম উদ্বোধন করেন এবং খাবারের মান, স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন।

ভাইস চ্যান্সেলর বলেন, ‘খাবার সব সময় ঢেকে রাখতে হবে এবং কর্মীদের নির্ধারিত ইউনিফর্ম ও হ্যান্ড গ্লাভস পরে কাজ করতে হবে। এ ছাড়া, ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করব।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধিরা।

উল্লেখ্য, আগের যারা ক্যাফেটেরিয়ার দায়িত্বে ছিলেন তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে বেঁধে দেওয়া দামে খাবার বিক্রি করতে গিয়ে লোকসানে পড়েছিলেন বলে জানা গেছে। এসবের জন্য এতদিন ক্যাফেটেরিয়া চালু সম্ভব হয়নি। এখন নতুন ব্যক্তিকে এর দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত