Ajker Patrika

আবারও উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ফিরছে ফিশিং ট্রলারের বহর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১১: ৫৪
আবারও উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ফিরছে ফিশিং ট্রলারের বহর

বঙ্গোপসাগরে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল হতে শুরু করেছে। তাই গভীর সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং ট্রলারের বহর উপকূলের দিকে নিরাপদ আশ্রয়ে আসছে।

গতকাল বুধবার সন্ধ্যায় শরণখোলা রাজেশ্বর এলাকার ফিশিংবোট ‘এফবি মায়ের দোয়া’র মালিক মো. ইসমাইল হোসেন কচিখালী থেকে মোবাইল ফোনে জানান, সকাল থেকে সাগরের আবহাওয়া খারাপ হয়েছে। তাই তিনিসহ গভীর সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং বোটগুলো উপকূলের দিকে আসছে। আবার অনেক ফিশিং বোট দুবলারচরের খালে আশ্রয় নিচ্ছে।

দুবলা ফিশারম্যান গ্রুপের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম এবং বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি আলফাজ সাইফুল ইসলাম খোকন বলেন, সাগর উত্তাল হওয়ায় গতকাল দুপুর থেকে আমাদের ফিশিং বোটগুলো দুবলার ভেদাখালীসহ সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ মজুমদার মোবাইল ফোনে জানান, আবহাওয়া খারাপ হওয়ায় গভীর সাগর থেকে ফিশিং ট্রলার উপকূলের দিকে ফিরে আসছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত দুবলা অফিস কেল্লা ও মাঝেরকেল্লার সামনে ৬০-৬৫টি ফিশিং ট্রলার এসে নোঙর করেছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় সমুদ্রবন্দর এলাকাগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত দেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত