Ajker Patrika

ইবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৫ শিক্ষার্থী পুলিশ হেফাজতে

ইবি প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২: ১৮
র‍্যাগিংয়ের অভিযোগে ইবির লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ফাইল ছবি
র‍্যাগিংয়ের অভিযোগে ইবির লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। র‍্যাগিংয়ের সময় তাঁদের হাতেনাতে ধরেন লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

গতকাল সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত পাঁচজনকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির পর ২ নভেম্বর থেকে ক্রমাগতভাবে বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর হাতে র‍্যাগিংয়ের শিকার হন তাঁরা।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শরীফ শেখ, লিমন হোসেন, কান্ত বড়ুয়া এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই বর্ষের সঞ্জয় বড়ুয়া। ভুক্তভোগী সবাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, ভুক্তভোগীদের মধ্যে একজনকে পাঁচ রকম হাসি দিতে বলা হয়, বাজে ভাষায় কথা বলতে বলা হয় এবং নাচতে বলা হয়। পরিচয় শেখানোর নামে যৌন বিকৃতিমূলক আচরণ করানো হয় তাদের সঙ্গে। এ ছাড়া নানা অসৌজন্যমূলক আচরণ করা হয় এসব শিক্ষার্থীর সঙ্গে। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, ‘আপাতত তাঁদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরে এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’

ইবি থানার ডিউটি অফিসার এস আই মাসুদ বলেন, ‘আপাতত তাঁরা আমাদের হেফাজতে আছেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত