প্রতিনিধি
ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়া মিরপুর উপজেলায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করে গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে হাট ইজারাদারের বিরুদ্ধে। আজ সোমবার মিরপুর সদরপুর ইউনিয়নের কাতলামারীতে গরুর হাট বসে। আজ সোমবার সকাল ১০টায় হাট শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত চলে এই হাট।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে হাটে বিভিন্ন এলাকা থেকে গরু ক্রয়বিক্রয়ের জন্য মানুষ ভিড় জমায়। কাতলামারীর স্থানীয় বাসিন্দা এনামুল জানান, সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত হাটের কার্যক্রম অব্যাহত থাকে। এর আগে গত রোববার দুপুর ১২টায় গরুর হাট বসার কথা মিরপুরে মাইকিং করে প্রচার চালান হাট ইজারাদার লোকজন।
এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ থাকার পরও কীভাবে গরুর হাট বসে এবং এ ব্যাপারে স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই।
মিরপুর সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ররিউল হক এ বিষয়ে বলেন, হাট বন্ধ হয়েছে কবে সেটাও আমি জানতাম না। আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম। আজ (সোমবার) তিনটার পর ইউনিয়ন পরিষদে যাওয়ার পর জানতে পারি হাট বসেছে। প্রশাসন কে জানিয়েছেন কি—না, এ বিষয়ে তিনি বলেন, `হাট বসেছে এ ব্যাপারে কারও সাথে কথা বলি নাই। এখানে হাট বসে এটা সবাই জানে।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, `আমি জানতাম না, সকাল বেলা নিষেধ করে কুষ্টিয়া গিয়েছি।' পরে এসে শুনতে পারি কাতলামারীতে গরুর হাট বসাইছে। জানার পর নিষেধ করলাম হাট বন্ধ করে দিতে। বিকেল ৪টার দিকে এসিল্যান্ড রাকিবুল হাসানকে হাটে পাঠানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য।'
মাইকিং এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, `মাইকিং এর বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে জানায় নাই। এটাতো করার সুযোগ নাই। কারণ পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে হাট বন্ধ। তাহলে মাইকিং করবে কেন।'
ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়া মিরপুর উপজেলায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করে গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে হাট ইজারাদারের বিরুদ্ধে। আজ সোমবার মিরপুর সদরপুর ইউনিয়নের কাতলামারীতে গরুর হাট বসে। আজ সোমবার সকাল ১০টায় হাট শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত চলে এই হাট।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে হাটে বিভিন্ন এলাকা থেকে গরু ক্রয়বিক্রয়ের জন্য মানুষ ভিড় জমায়। কাতলামারীর স্থানীয় বাসিন্দা এনামুল জানান, সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত হাটের কার্যক্রম অব্যাহত থাকে। এর আগে গত রোববার দুপুর ১২টায় গরুর হাট বসার কথা মিরপুরে মাইকিং করে প্রচার চালান হাট ইজারাদার লোকজন।
এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ থাকার পরও কীভাবে গরুর হাট বসে এবং এ ব্যাপারে স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই।
মিরপুর সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ররিউল হক এ বিষয়ে বলেন, হাট বন্ধ হয়েছে কবে সেটাও আমি জানতাম না। আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম। আজ (সোমবার) তিনটার পর ইউনিয়ন পরিষদে যাওয়ার পর জানতে পারি হাট বসেছে। প্রশাসন কে জানিয়েছেন কি—না, এ বিষয়ে তিনি বলেন, `হাট বসেছে এ ব্যাপারে কারও সাথে কথা বলি নাই। এখানে হাট বসে এটা সবাই জানে।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, `আমি জানতাম না, সকাল বেলা নিষেধ করে কুষ্টিয়া গিয়েছি।' পরে এসে শুনতে পারি কাতলামারীতে গরুর হাট বসাইছে। জানার পর নিষেধ করলাম হাট বন্ধ করে দিতে। বিকেল ৪টার দিকে এসিল্যান্ড রাকিবুল হাসানকে হাটে পাঠানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য।'
মাইকিং এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, `মাইকিং এর বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে জানায় নাই। এটাতো করার সুযোগ নাই। কারণ পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে হাট বন্ধ। তাহলে মাইকিং করবে কেন।'
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৭ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩২ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৬ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে