নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘ঢাকায় এক ব্যক্তি মেয়র হতে চেয়েছিলেন। তিনি একটি সাইনবোর্ড লাগালেন আর নিচে লিখলেন, আমাকে জানতে ওয়েবসাইটে ক্লিক করুন। মানুষ বলে, আপনাকে জানতে ক্লিক করব কী, আমরা জানি, আপনি ভূমিদস্যু। সরকার ডিজিটাল বাংলাদেশ বলে দেশকে ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ কী হবে, সেটা আমরা বুঝি। স্মার্ট বাংলাদেশ হবে চুরি-ডাকাতির দেশ।’
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় অবস্থিত হোসিয়ারি সমিতি মিলনায়তনে ‘বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামত’ শীর্ষক আলোচনা সভায় রিপন এই মন্তব্য করেন।
ড. রিপন বলেন, ‘প্রতি মাসে ২৮ হাজার কোটি টাকা লোপাট হয়। সরকার চুরি না করলে বাংলাদেশ প্রতি মাসে একটি করে পদ্মা সেতু বানানো সম্ভব। তা-ও শুধু বিদ্যুৎ খাতের টাকা দিয়ে। গত নভেম্বরে দুই সপ্তাহে তিনটি ব্যাংক থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। তারা কোটি কোটি টাকা নিয়ে গেল। সরকার খোঁজ নেয় না। হাইকোর্টকে বলতে হলো, দ্রুত এদের খুঁজে বের করো। এমন সরকার ক্ষমতায় থাকলে এই দেশ ভয়াবহ অবস্থায় দাঁড়াবে। দেশে গুম, খুন, চাঁদাবাজি হচ্ছে। পুরো অসহনীয় অবস্থা বিরাজ করছে। চাঁদাবাজ লুটেরাদের দখলে চলে গেছে দেশ।’
রিপন আরও বলেন, ‘ভারতের কলকাতায় এখন আর ট্রাফিক পুলিশ হাত দিয়ে গাড়ি থামায় না। অথচ আমাদের অবস্থা দেখুন, আমরা নাকি ডিজিটাল হয়ে গেছি? এই দেশে সার্জেন্টদের দৌড়ে সামনে এসে গাড়ি থামাতে হয়। যারা এত বছরে দেশটাকে ডিজিটালই করতে পারল না, তারা নাকি স্মার্ট বাংলাদেশ গড়বে। পৃথিবীতে তিনটি দেশে ইন্টারনেট খুব দুর্বল, বাংলাদেশ সেই তৃতীয় দেশ। আর আমাদের নাকি এখন ফাইভ-জি হচ্ছে।’
অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবির, ফাতেহ মো. রেজা রিপন, আনোয়ার হোসেন অনু, এম এইচ মামুন, রফিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘ঢাকায় এক ব্যক্তি মেয়র হতে চেয়েছিলেন। তিনি একটি সাইনবোর্ড লাগালেন আর নিচে লিখলেন, আমাকে জানতে ওয়েবসাইটে ক্লিক করুন। মানুষ বলে, আপনাকে জানতে ক্লিক করব কী, আমরা জানি, আপনি ভূমিদস্যু। সরকার ডিজিটাল বাংলাদেশ বলে দেশকে ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ কী হবে, সেটা আমরা বুঝি। স্মার্ট বাংলাদেশ হবে চুরি-ডাকাতির দেশ।’
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় অবস্থিত হোসিয়ারি সমিতি মিলনায়তনে ‘বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামত’ শীর্ষক আলোচনা সভায় রিপন এই মন্তব্য করেন।
ড. রিপন বলেন, ‘প্রতি মাসে ২৮ হাজার কোটি টাকা লোপাট হয়। সরকার চুরি না করলে বাংলাদেশ প্রতি মাসে একটি করে পদ্মা সেতু বানানো সম্ভব। তা-ও শুধু বিদ্যুৎ খাতের টাকা দিয়ে। গত নভেম্বরে দুই সপ্তাহে তিনটি ব্যাংক থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। তারা কোটি কোটি টাকা নিয়ে গেল। সরকার খোঁজ নেয় না। হাইকোর্টকে বলতে হলো, দ্রুত এদের খুঁজে বের করো। এমন সরকার ক্ষমতায় থাকলে এই দেশ ভয়াবহ অবস্থায় দাঁড়াবে। দেশে গুম, খুন, চাঁদাবাজি হচ্ছে। পুরো অসহনীয় অবস্থা বিরাজ করছে। চাঁদাবাজ লুটেরাদের দখলে চলে গেছে দেশ।’
রিপন আরও বলেন, ‘ভারতের কলকাতায় এখন আর ট্রাফিক পুলিশ হাত দিয়ে গাড়ি থামায় না। অথচ আমাদের অবস্থা দেখুন, আমরা নাকি ডিজিটাল হয়ে গেছি? এই দেশে সার্জেন্টদের দৌড়ে সামনে এসে গাড়ি থামাতে হয়। যারা এত বছরে দেশটাকে ডিজিটালই করতে পারল না, তারা নাকি স্মার্ট বাংলাদেশ গড়বে। পৃথিবীতে তিনটি দেশে ইন্টারনেট খুব দুর্বল, বাংলাদেশ সেই তৃতীয় দেশ। আর আমাদের নাকি এখন ফাইভ-জি হচ্ছে।’
অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবির, ফাতেহ মো. রেজা রিপন, আনোয়ার হোসেন অনু, এম এইচ মামুন, রফিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩১ মিনিট আগে