নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের কেনাকাটা করে বড় ভাইয়ের সঙ্গে ব্যাটারিচালিত একটি ভ্যানে পা ঝুলিয়ে বসে বাড়ি ফিরছিল ৭ বছরের হোসাইন। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানেই বাঁ পা থেঁতলে যায় হোসাইনের।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে অস্ত্রোপচার করে তার পা কেটে ফেলা হয়েছে। অচেতন অবস্থা থেকে ফিরলেও শিশু হোসাইন এখনো জানে না ঈদে কেনা জুতো জোড়া আর পরা হবে না তার।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না। তবে শিশুটিকে এখনো জানানো হয়নি।
আজ সোমবারও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের নিচতলায় ‘এ’ ওয়ার্ডের ২২ নম্বর বেডে ভর্তি রয়েছে ছোট্ট হোসাইন।
শিশু হোসাইনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে। সেখানকার ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে। হাসপাতালে ছোট ভাইকে দেখাশোনা করছেন বড় ভাই হারুন। অভাবের পরিবারে আছেন ভ্যানচালক বাবা আর মা। বড় ভাই হারুন চুয়াডাঙ্গার স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে হারুন আজকের পত্রিকাকে জানান, ঈদের নতুন জুতার আবদার করেছিল ছোট ভাই। বাবার সেই সামর্থ্য না থাকায় ঈদের আগের দিন উপজেলা শহরে ছোট ভাইকে নিয়ে গিয়েছিলেন তিনি। ব্যাটারিচালিত একটি ভ্যানের বাঁ পাশে বসেছিল হোসাইন। তিনি বসেছিলেন ডান দিকে। উল্টো দিক থেকে আরেকটি খালি ভ্যান এসে হোসাইনের বাঁ পায়ে হাঁটুর কাছে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অচেতন হয়ে যায় হোসাইন। সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় জীবননগর সরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেদিন রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় হোসাইনকে।
হারুন আরও জানান, চিকিৎসকেরা বলেছেন, হোসাইনের পায়ের রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোভাবেই পা-টা রাখা সম্ভব হবে না। বেশি দিন হয়ে গেল পচন ধরতে পারে। তাই যত দ্রুত সম্ভব কেটে ফেলতে পারলে ভালো।
ঈদের কেনাকাটা করে বড় ভাইয়ের সঙ্গে ব্যাটারিচালিত একটি ভ্যানে পা ঝুলিয়ে বসে বাড়ি ফিরছিল ৭ বছরের হোসাইন। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানেই বাঁ পা থেঁতলে যায় হোসাইনের।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে অস্ত্রোপচার করে তার পা কেটে ফেলা হয়েছে। অচেতন অবস্থা থেকে ফিরলেও শিশু হোসাইন এখনো জানে না ঈদে কেনা জুতো জোড়া আর পরা হবে না তার।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না। তবে শিশুটিকে এখনো জানানো হয়নি।
আজ সোমবারও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের নিচতলায় ‘এ’ ওয়ার্ডের ২২ নম্বর বেডে ভর্তি রয়েছে ছোট্ট হোসাইন।
শিশু হোসাইনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে। সেখানকার ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে। হাসপাতালে ছোট ভাইকে দেখাশোনা করছেন বড় ভাই হারুন। অভাবের পরিবারে আছেন ভ্যানচালক বাবা আর মা। বড় ভাই হারুন চুয়াডাঙ্গার স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে হারুন আজকের পত্রিকাকে জানান, ঈদের নতুন জুতার আবদার করেছিল ছোট ভাই। বাবার সেই সামর্থ্য না থাকায় ঈদের আগের দিন উপজেলা শহরে ছোট ভাইকে নিয়ে গিয়েছিলেন তিনি। ব্যাটারিচালিত একটি ভ্যানের বাঁ পাশে বসেছিল হোসাইন। তিনি বসেছিলেন ডান দিকে। উল্টো দিক থেকে আরেকটি খালি ভ্যান এসে হোসাইনের বাঁ পায়ে হাঁটুর কাছে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অচেতন হয়ে যায় হোসাইন। সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় জীবননগর সরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেদিন রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় হোসাইনকে।
হারুন আরও জানান, চিকিৎসকেরা বলেছেন, হোসাইনের পায়ের রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোভাবেই পা-টা রাখা সম্ভব হবে না। বেশি দিন হয়ে গেল পচন ধরতে পারে। তাই যত দ্রুত সম্ভব কেটে ফেলতে পারলে ভালো।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৪ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে