নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের কেনাকাটা করে বড় ভাইয়ের সঙ্গে ব্যাটারিচালিত একটি ভ্যানে পা ঝুলিয়ে বসে বাড়ি ফিরছিল ৭ বছরের হোসাইন। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানেই বাঁ পা থেঁতলে যায় হোসাইনের।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে অস্ত্রোপচার করে তার পা কেটে ফেলা হয়েছে। অচেতন অবস্থা থেকে ফিরলেও শিশু হোসাইন এখনো জানে না ঈদে কেনা জুতো জোড়া আর পরা হবে না তার।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না। তবে শিশুটিকে এখনো জানানো হয়নি।
আজ সোমবারও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের নিচতলায় ‘এ’ ওয়ার্ডের ২২ নম্বর বেডে ভর্তি রয়েছে ছোট্ট হোসাইন।
শিশু হোসাইনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে। সেখানকার ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে। হাসপাতালে ছোট ভাইকে দেখাশোনা করছেন বড় ভাই হারুন। অভাবের পরিবারে আছেন ভ্যানচালক বাবা আর মা। বড় ভাই হারুন চুয়াডাঙ্গার স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে হারুন আজকের পত্রিকাকে জানান, ঈদের নতুন জুতার আবদার করেছিল ছোট ভাই। বাবার সেই সামর্থ্য না থাকায় ঈদের আগের দিন উপজেলা শহরে ছোট ভাইকে নিয়ে গিয়েছিলেন তিনি। ব্যাটারিচালিত একটি ভ্যানের বাঁ পাশে বসেছিল হোসাইন। তিনি বসেছিলেন ডান দিকে। উল্টো দিক থেকে আরেকটি খালি ভ্যান এসে হোসাইনের বাঁ পায়ে হাঁটুর কাছে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অচেতন হয়ে যায় হোসাইন। সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় জীবননগর সরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেদিন রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় হোসাইনকে।
হারুন আরও জানান, চিকিৎসকেরা বলেছেন, হোসাইনের পায়ের রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোভাবেই পা-টা রাখা সম্ভব হবে না। বেশি দিন হয়ে গেল পচন ধরতে পারে। তাই যত দ্রুত সম্ভব কেটে ফেলতে পারলে ভালো।
ঈদের কেনাকাটা করে বড় ভাইয়ের সঙ্গে ব্যাটারিচালিত একটি ভ্যানে পা ঝুলিয়ে বসে বাড়ি ফিরছিল ৭ বছরের হোসাইন। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানেই বাঁ পা থেঁতলে যায় হোসাইনের।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে অস্ত্রোপচার করে তার পা কেটে ফেলা হয়েছে। অচেতন অবস্থা থেকে ফিরলেও শিশু হোসাইন এখনো জানে না ঈদে কেনা জুতো জোড়া আর পরা হবে না তার।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না। তবে শিশুটিকে এখনো জানানো হয়নি।
আজ সোমবারও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের নিচতলায় ‘এ’ ওয়ার্ডের ২২ নম্বর বেডে ভর্তি রয়েছে ছোট্ট হোসাইন।
শিশু হোসাইনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে। সেখানকার ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে। হাসপাতালে ছোট ভাইকে দেখাশোনা করছেন বড় ভাই হারুন। অভাবের পরিবারে আছেন ভ্যানচালক বাবা আর মা। বড় ভাই হারুন চুয়াডাঙ্গার স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে হারুন আজকের পত্রিকাকে জানান, ঈদের নতুন জুতার আবদার করেছিল ছোট ভাই। বাবার সেই সামর্থ্য না থাকায় ঈদের আগের দিন উপজেলা শহরে ছোট ভাইকে নিয়ে গিয়েছিলেন তিনি। ব্যাটারিচালিত একটি ভ্যানের বাঁ পাশে বসেছিল হোসাইন। তিনি বসেছিলেন ডান দিকে। উল্টো দিক থেকে আরেকটি খালি ভ্যান এসে হোসাইনের বাঁ পায়ে হাঁটুর কাছে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অচেতন হয়ে যায় হোসাইন। সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় জীবননগর সরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেদিন রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় হোসাইনকে।
হারুন আরও জানান, চিকিৎসকেরা বলেছেন, হোসাইনের পায়ের রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোভাবেই পা-টা রাখা সম্ভব হবে না। বেশি দিন হয়ে গেল পচন ধরতে পারে। তাই যত দ্রুত সম্ভব কেটে ফেলতে পারলে ভালো।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৬ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৫ মিনিট আগে