Ajker Patrika

পূর্বাচল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
পূর্বাচল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২ টার দিকে পূর্বাচলের ২০ নম্বর সেক্টর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

মামুন ফেনী জেলার সদর থানার ফগদী এলাকার আবুল কালামের ছেলে। রাজধানী ঢাকার দক্ষিণখান থানায় স্ত্রীসহ বসবাস করতেন। পেশায় তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষক ছিলেন।

রূপগঞ্জ থানা-পুলিশ জানায়, দুপুরে পূর্বাচলের বাসিন্দারা একটি সড়কের পাশে ঝোপে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

নিহতের স্ত্রী মোর্শেদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার সকালে নিজ কর্মস্থলে যওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুর ২ টায় সবশেষ তার সঙ্গে মোবাইলে কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ ছিল।

খোঁজাখুঁজির পর না পেয়ে রাতেই আমার বড় ভাই নোমান বাদী হয়ে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেন। আজ তার লাশ উদ্ধার করে পুলিশ আমাদের জানায়।

এই বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নর্দান ইউনিভার্সিটি শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত