গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে নেয়। কিন্তু গতকাল রোববার বিকেলেও বকেয়া বেতন না পেয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা রোববার সন্ধ্যা থেকে আবারও আন্দোলনে নেমেছে।
শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে সোমবার সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে, নিরাপত্তা ও অন্যান্য কারণে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে রাতে মহাসড়ক ছেড়ে গেলেও আজ সোমবার সকাল ৯টা থেকে পুনরায় তারা চন্দ্রা-নবীগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করেছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছে। এখনো যারা বেতন পাননি তারা আবারও সড়কে নেমে বকেয়া বেতনের দাবি জানাচ্ছে।
শ্রমিকদের দাবি, তাদের অনেকেই অক্টোবর মাসের বেতন পেলেও আন্দোলনে থাকা কেউই বেতন পাননি। বেতন পেলে তারা সড়ক ছেড়ে যাবে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্তত ১০টি কারখানায় প্রায় ৪০ হাজার শ্রমিক রয়েছে। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন পাননি। বেতনের দাবিতে গত ১৪ নভেম্বর থেকে আন্দোলন করছে শ্রমিকেরা। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনেক শ্রমিকের মোবাইল ফোনে বেতনের টাকা পাওয়ার খুদে বার্তা পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে ওই দিন রাত পৌনে ৮ টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করে। শ্রমিকেরা সরে গেলে চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। শুক্র ও শনিবার ওই মহাসড়ক স্বাভাবিক ছিল। কিন্তু রোববার সারা দিন অপেক্ষা করেও অনেক শ্রমিক তাদের কাঙ্ক্ষিত খুদে বার্তা না পেয়ে সন্ধ্যায় ফের সড়ক অবরোধ করে শ্রমিকেরা। যা রোববার রাতের বিরতির পর সোমবার সকাল থেকে শুরু হয়েছে।
গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে ওই রুটে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক ব্যবহারকারীরা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশায় যাতায়াত করছেন। উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল এলাকার সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, ‘কিছু শ্রমিক বেতন পেলেও অনেকে এখনো তাদের বকেয়া বেতন পায়নি। এ কারণে সকাল থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ আছে। অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল শুরু হবে।’
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে নেয়। কিন্তু গতকাল রোববার বিকেলেও বকেয়া বেতন না পেয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা রোববার সন্ধ্যা থেকে আবারও আন্দোলনে নেমেছে।
শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে সোমবার সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে, নিরাপত্তা ও অন্যান্য কারণে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে রাতে মহাসড়ক ছেড়ে গেলেও আজ সোমবার সকাল ৯টা থেকে পুনরায় তারা চন্দ্রা-নবীগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করেছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছে। এখনো যারা বেতন পাননি তারা আবারও সড়কে নেমে বকেয়া বেতনের দাবি জানাচ্ছে।
শ্রমিকদের দাবি, তাদের অনেকেই অক্টোবর মাসের বেতন পেলেও আন্দোলনে থাকা কেউই বেতন পাননি। বেতন পেলে তারা সড়ক ছেড়ে যাবে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্তত ১০টি কারখানায় প্রায় ৪০ হাজার শ্রমিক রয়েছে। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন পাননি। বেতনের দাবিতে গত ১৪ নভেম্বর থেকে আন্দোলন করছে শ্রমিকেরা। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনেক শ্রমিকের মোবাইল ফোনে বেতনের টাকা পাওয়ার খুদে বার্তা পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে ওই দিন রাত পৌনে ৮ টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করে। শ্রমিকেরা সরে গেলে চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। শুক্র ও শনিবার ওই মহাসড়ক স্বাভাবিক ছিল। কিন্তু রোববার সারা দিন অপেক্ষা করেও অনেক শ্রমিক তাদের কাঙ্ক্ষিত খুদে বার্তা না পেয়ে সন্ধ্যায় ফের সড়ক অবরোধ করে শ্রমিকেরা। যা রোববার রাতের বিরতির পর সোমবার সকাল থেকে শুরু হয়েছে।
গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে ওই রুটে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক ব্যবহারকারীরা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশায় যাতায়াত করছেন। উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল এলাকার সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, ‘কিছু শ্রমিক বেতন পেলেও অনেকে এখনো তাদের বকেয়া বেতন পায়নি। এ কারণে সকাল থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ আছে। অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল শুরু হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে