ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে তিন বোনকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে নকল বাবা সাজিয়ে নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ধামরাই থানায় ওই তিন ভাই ও এতে সহযোগীদের নামে একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী বোন রওশনারা বেগম (৪৫)।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার আজগর আলীর ছেলে ও ভুক্তভোগীর ভাই আবু সাঈদ (৫৫), মো. মজিবর রহমান (৪২), আব্দুল হাকিম (৩৯) এবং সহযোগিতা করেছেন আবু সাঈদের ছেলে সুজন আলী (২২), মৃত আলীমুদ্দিনের ছেলে কেরামত আলী (৮০), কুল্লা ইউনিয়নের কুল্লা এলাকার দুদু মিয়ার ছেলে জুয়েল রানা।
জানা যায়, চলতি মাসের ১১ এপ্রিল ধামরাই কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসে নকল বাবা সাজিয়ে ৩২৮ দশমিক ৫০ শতাংশ জমি রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে অভিযুক্ত ওই তিন ভাইয়ের বিরুদ্ধে। যার দলিল নম্বর-৪৯৮৮। পরে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী বোন রওশনারা বেগম (৪৫) বাদী হইয়ে তিন ভাই ও সহযোগীদের নামে থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার আজগর আলীর তিন মেয়ে রওশনারা বেগম (৪৫), নার্গিস (৪০) এবং শিল্পী (৩৮)। ওয়ারিশের জমি না দেওয়ার লক্ষ্যে তাঁদের তিন ভাই আবু সাঈদ (৫৫), মো. মজিবর রহমান (৪২), আব্দুল হাকিম (৩৯) অজ্ঞাত এক ব্যক্তিকে বাবা সাজান। এরপর কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস থেকে ডাউটিয়া মৌজার আরএস দাগ নম্বর- ২২৯৪, ২৩১২, ২৩১৬, ২৫৪৮, ১৫৪৪, ১৫০২, ২৩৬৪, ২৩৬৫, ২৩১৪, ২৩০৩, ৬৬৩, ২৩১৫, ২৩১১, ২৩৮৩, ৬৩৬, ৬৬৮, ৯৮১, ২২১৪, ১৩১৬, ৬৪০৭ এর সর্বমোট ৩২৮ দশমিক ৫০ শতাংশ জমি প্রতারণা করে তাঁদের নামে দলিল করে নেন। আর এই কাজে সহযোগিতা করেছেন একই এলাকার আবু সাঈদের ছেলে সুজন আলী (২২), মৃত আলীমুদ্দিনের ছেলে কেরামত আলী (৮০), কুল্লা ইউনিয়নের কুল্লা এলাকার দুদু মিয়ার ছেলে জুয়েল রানা।
ভুক্তভোগী রওশনারা বেগম বলেন, ‘আমরা তিন ভাই এবং আমিসহ তিন বোন। আমার বাবার সম্পত্তিতে আমাদেরও অংশ আছে। কিন্তু আমাদের সম্পত্তি দিতে হবে দেখে আমার তিন ভাই অজ্ঞাত এক ব্যক্তিকে বাবা সাজিয়ে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস থেকে প্রতারণা করে তাদের নামে সব সম্পত্তি দলিল করে নিয়েছে। আমার বাবা অসুস্থ থাকার সুযোগে তারা এই কাজ করেছে। পরে বিষয়টি জানার পর আবার বাবা ও আরও দুই বোন নার্গিস এবং শিল্পীর পক্ষ থেকে আমি ভাইদের নামে থানায় অভিযোগ করেছি।’
অভিযুক্ত মো. মজিবুর রহমান ও আব্দুল হাকিম বলেন, ‘এ ঘটনায় আমার বোন থানায় অভিযোগ করেছিল। পরে আমার বোনেরা এবং আমরা তিন ভাই চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। চেয়ারম্যান একটা সময় আমাদের ভাই বোনদের নিয়ে বসে এটা ঠিক করে দিবেন।’
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর দলিল দাতা আজগর আলীর সঙ্গে কথা বলেছি। তিনি তাঁর তিন ছেলেকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে হয়তো বিস্তারিত জানাতে পারব।
ঢাকার ধামরাইয়ে তিন বোনকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে নকল বাবা সাজিয়ে নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ধামরাই থানায় ওই তিন ভাই ও এতে সহযোগীদের নামে একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী বোন রওশনারা বেগম (৪৫)।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার আজগর আলীর ছেলে ও ভুক্তভোগীর ভাই আবু সাঈদ (৫৫), মো. মজিবর রহমান (৪২), আব্দুল হাকিম (৩৯) এবং সহযোগিতা করেছেন আবু সাঈদের ছেলে সুজন আলী (২২), মৃত আলীমুদ্দিনের ছেলে কেরামত আলী (৮০), কুল্লা ইউনিয়নের কুল্লা এলাকার দুদু মিয়ার ছেলে জুয়েল রানা।
জানা যায়, চলতি মাসের ১১ এপ্রিল ধামরাই কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসে নকল বাবা সাজিয়ে ৩২৮ দশমিক ৫০ শতাংশ জমি রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে অভিযুক্ত ওই তিন ভাইয়ের বিরুদ্ধে। যার দলিল নম্বর-৪৯৮৮। পরে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী বোন রওশনারা বেগম (৪৫) বাদী হইয়ে তিন ভাই ও সহযোগীদের নামে থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার আজগর আলীর তিন মেয়ে রওশনারা বেগম (৪৫), নার্গিস (৪০) এবং শিল্পী (৩৮)। ওয়ারিশের জমি না দেওয়ার লক্ষ্যে তাঁদের তিন ভাই আবু সাঈদ (৫৫), মো. মজিবর রহমান (৪২), আব্দুল হাকিম (৩৯) অজ্ঞাত এক ব্যক্তিকে বাবা সাজান। এরপর কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস থেকে ডাউটিয়া মৌজার আরএস দাগ নম্বর- ২২৯৪, ২৩১২, ২৩১৬, ২৫৪৮, ১৫৪৪, ১৫০২, ২৩৬৪, ২৩৬৫, ২৩১৪, ২৩০৩, ৬৬৩, ২৩১৫, ২৩১১, ২৩৮৩, ৬৩৬, ৬৬৮, ৯৮১, ২২১৪, ১৩১৬, ৬৪০৭ এর সর্বমোট ৩২৮ দশমিক ৫০ শতাংশ জমি প্রতারণা করে তাঁদের নামে দলিল করে নেন। আর এই কাজে সহযোগিতা করেছেন একই এলাকার আবু সাঈদের ছেলে সুজন আলী (২২), মৃত আলীমুদ্দিনের ছেলে কেরামত আলী (৮০), কুল্লা ইউনিয়নের কুল্লা এলাকার দুদু মিয়ার ছেলে জুয়েল রানা।
ভুক্তভোগী রওশনারা বেগম বলেন, ‘আমরা তিন ভাই এবং আমিসহ তিন বোন। আমার বাবার সম্পত্তিতে আমাদেরও অংশ আছে। কিন্তু আমাদের সম্পত্তি দিতে হবে দেখে আমার তিন ভাই অজ্ঞাত এক ব্যক্তিকে বাবা সাজিয়ে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস থেকে প্রতারণা করে তাদের নামে সব সম্পত্তি দলিল করে নিয়েছে। আমার বাবা অসুস্থ থাকার সুযোগে তারা এই কাজ করেছে। পরে বিষয়টি জানার পর আবার বাবা ও আরও দুই বোন নার্গিস এবং শিল্পীর পক্ষ থেকে আমি ভাইদের নামে থানায় অভিযোগ করেছি।’
অভিযুক্ত মো. মজিবুর রহমান ও আব্দুল হাকিম বলেন, ‘এ ঘটনায় আমার বোন থানায় অভিযোগ করেছিল। পরে আমার বোনেরা এবং আমরা তিন ভাই চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। চেয়ারম্যান একটা সময় আমাদের ভাই বোনদের নিয়ে বসে এটা ঠিক করে দিবেন।’
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর দলিল দাতা আজগর আলীর সঙ্গে কথা বলেছি। তিনি তাঁর তিন ছেলেকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে হয়তো বিস্তারিত জানাতে পারব।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৪ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১১ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৪ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪০ মিনিট আগে