গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত জাহাঙ্গীর মণ্ডল (৪৫) ওরফে চাকমা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোরে তিনি মারা যান।
জাহাঙ্গীর হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর গতকাল মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতনামা স্থান থেকে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে আসেন। সেখান থেকে নলিন বাজারে ফেরার পথে শাখারিয়া স্লুইসগেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তাঁকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বহু মামলার আসামি সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীরের নাগাল পাচ্ছিল না পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। দুপুর ১২টা পর্যন্ত কেউ থানায় মামলা করতে আসেনি।’
পুলিশের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরের বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দেড় ডজন মামলা রয়েছে। মাদক ও বালু ব্যবসা ও চাঁদাবাজির টাকা ভাগ-বাঁটোয়ারার দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে তিনি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, যমুনা নদীর ঘাটে অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদাবাজির সংঘবদ্ধ একটি দল চালাতেন জাহাঙ্গীর। দলটির অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে টাঙ্গাইল ও জামালপুরের যমুনা তীরের জনপদ অশান্ত হয়ে ওঠে।
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, ‘চাকমা জাহাঙ্গীর ছিলেন কুখ্যাত সন্ত্রাসী। তাঁর বেপরোয়া কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ ছিল। তাঁরই প্রতিপক্ষের হাতে সে খুন হয়েছেন।’
টাঙ্গাইলের গোপালপুরে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত জাহাঙ্গীর মণ্ডল (৪৫) ওরফে চাকমা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোরে তিনি মারা যান।
জাহাঙ্গীর হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর গতকাল মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতনামা স্থান থেকে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে আসেন। সেখান থেকে নলিন বাজারে ফেরার পথে শাখারিয়া স্লুইসগেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তাঁকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বহু মামলার আসামি সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীরের নাগাল পাচ্ছিল না পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। দুপুর ১২টা পর্যন্ত কেউ থানায় মামলা করতে আসেনি।’
পুলিশের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরের বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দেড় ডজন মামলা রয়েছে। মাদক ও বালু ব্যবসা ও চাঁদাবাজির টাকা ভাগ-বাঁটোয়ারার দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে তিনি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, যমুনা নদীর ঘাটে অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদাবাজির সংঘবদ্ধ একটি দল চালাতেন জাহাঙ্গীর। দলটির অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে টাঙ্গাইল ও জামালপুরের যমুনা তীরের জনপদ অশান্ত হয়ে ওঠে।
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, ‘চাকমা জাহাঙ্গীর ছিলেন কুখ্যাত সন্ত্রাসী। তাঁর বেপরোয়া কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ ছিল। তাঁরই প্রতিপক্ষের হাতে সে খুন হয়েছেন।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৬ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৫ মিনিট আগে