Ajker Patrika

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ছাত্র নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ছাত্র নিহত

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় তাঁর এক পা ও এক হাত শরীর থেকে পৃথক হয়ে গেছে। আজ শুক্রবার মহাখালী রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ওই ছাত্র রাজধানীর শাহজাদপুর এলাকায় বসবাস করত এবং সে একজন শিক্ষার্থী। 

জানা গেছে, নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২০। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় শনাক্ত করা যায়নি। 

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শানু মং আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহের তারাকান্দা থেকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছে। দুর্ঘটনায় তাঁর এক হাত ও এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তাঁর মাথার বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’ 

শানু মং বলেন, ‘নিহত ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এএসআই শানু মং আরও বলেন, ‘নিহত ওই ছাত্রের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জানা গেছে, তাঁর বাড়ি রংপুর জেলায়।’ স্বজনেরা রেলওয়ে থানায় আসছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত