নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে
ভোট গণনার অভিযোগ নিয়ে সন্ধ্যা ৭টায় বঙ্গতাজ অডিটরিয়ামে এসে উপস্থিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের মুখ্য নির্বাচনী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৷ আসার পর পরই নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। তার পর থেকে অবস্থান করছেন অডিটরিয়ামেই। বাইরে তাঁর কর্মী-সমর্থকেরা।
বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করছিলেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। রাত ৮টার কিছুক্ষণ পরেই হঠাৎ করে হাত তুলে কিছু কথা বলতে চান ৷ তবে রিটার্নিং কর্মকর্তা তাতে সায় দেননি ৷ তারপর মঞ্চের কাছাকাছি গিয়ে জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ করে কিছু অভিযোগ উত্থাপন করেন ৷
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার কিছু অভিযোগ আছে ৷ কয়েকটি অনিয়মের কথা আপনাদের জানাতে চাই। বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু সেসব ফলাফলের প্রিন্টেট কোনো কপি দেওয়া হচ্ছে না প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরসহ।’
জবাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়, ‘দেওয়ার কথা তো। দেবে না কেন। প্রিন্টেট কপি না দিলেও সেখানে স্বাক্ষর আছে তো।’
তারপর আবার অভিযোগ করে বলেন, ‘কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের ফলাফল দিলেও মেয়র প্রার্থীদের ফলাফল দিচ্ছে না।’
এই অভিযোগের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি দেখছি ৷ আপনি শান্ত হয়ে বসুন।’
তারপর জাহাঙ্গীর আলম মঞ্চের সামনে থেকে সরে গিয়ে আবার বসেন তাঁর আগের জায়গায়।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
ভোট গণনার অভিযোগ নিয়ে সন্ধ্যা ৭টায় বঙ্গতাজ অডিটরিয়ামে এসে উপস্থিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের মুখ্য নির্বাচনী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৷ আসার পর পরই নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। তার পর থেকে অবস্থান করছেন অডিটরিয়ামেই। বাইরে তাঁর কর্মী-সমর্থকেরা।
বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করছিলেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। রাত ৮টার কিছুক্ষণ পরেই হঠাৎ করে হাত তুলে কিছু কথা বলতে চান ৷ তবে রিটার্নিং কর্মকর্তা তাতে সায় দেননি ৷ তারপর মঞ্চের কাছাকাছি গিয়ে জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ করে কিছু অভিযোগ উত্থাপন করেন ৷
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার কিছু অভিযোগ আছে ৷ কয়েকটি অনিয়মের কথা আপনাদের জানাতে চাই। বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু সেসব ফলাফলের প্রিন্টেট কোনো কপি দেওয়া হচ্ছে না প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরসহ।’
জবাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়, ‘দেওয়ার কথা তো। দেবে না কেন। প্রিন্টেট কপি না দিলেও সেখানে স্বাক্ষর আছে তো।’
তারপর আবার অভিযোগ করে বলেন, ‘কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের ফলাফল দিলেও মেয়র প্রার্থীদের ফলাফল দিচ্ছে না।’
এই অভিযোগের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি দেখছি ৷ আপনি শান্ত হয়ে বসুন।’
তারপর জাহাঙ্গীর আলম মঞ্চের সামনে থেকে সরে গিয়ে আবার বসেন তাঁর আগের জায়গায়।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৬ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩১ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৫ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে