মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে গৃহবধূকে ভরণপোষণ না দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার সাবেদ আলী খালাসির সঙ্গে একই উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া গ্রামের খবির মাতুব্বরের মেয়ে শাহনুরের বিয়ে হয়। পরে দুই মাস ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ভরণপোষণ না দেওয়ায় শাহানুর তাঁর বাবার কাছে অভিযোগ করেন।
বিষয়টি সমাধানে শাহানুরের বাবা ও তাঁর লোকজন গতকাল রাতে তাঁর (শাহানুর) শ্বশুরবাড়ি আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অখিল সরকার বলেন, আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এখানে চিকিৎসা নিচ্ছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, শাহানুরকে ভরণপোষণ না দেওয়াকে কেন্দ্র করে তাঁর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির লোকজনের মধ্যে মারামারি হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুরে গৃহবধূকে ভরণপোষণ না দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার সাবেদ আলী খালাসির সঙ্গে একই উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া গ্রামের খবির মাতুব্বরের মেয়ে শাহনুরের বিয়ে হয়। পরে দুই মাস ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ভরণপোষণ না দেওয়ায় শাহানুর তাঁর বাবার কাছে অভিযোগ করেন।
বিষয়টি সমাধানে শাহানুরের বাবা ও তাঁর লোকজন গতকাল রাতে তাঁর (শাহানুর) শ্বশুরবাড়ি আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অখিল সরকার বলেন, আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এখানে চিকিৎসা নিচ্ছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, শাহানুরকে ভরণপোষণ না দেওয়াকে কেন্দ্র করে তাঁর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির লোকজনের মধ্যে মারামারি হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় হোসেন (১৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার পদ্মার চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
১৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালসহ প্রাতিষ্ঠানিক বিভিন্ন সুবিধা বাস্তবায়নের দাবিতে আবারও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসন ভবন-১-এর সামনে অবস্থান নিয়ে তাঁরা এই কর্মবিরতি পালন করেন।
২২ মিনিট আগেলক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শাহীন আক্তার নামের ৮ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুরে এই ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেতিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফ বি মায়ের দোয়ার আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
৪৩ মিনিট আগে