Ajker Patrika

কংক্রিট মিক্সচার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২: ০৪
কংক্রিট মিক্সচার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

নারায়ণগঞ্জের বন্দরে কংক্রিট মিক্সচার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত ব্যক্তির নাম শাওন। তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকার শহিদ উল্লার ছেলে। 

এ ঘটনায় সিমেন্টের গাড়ির চালক সোহেলকে (২৮) আটক করেছে পুলিশ। তিনি ফেনী জেলার সোনাগাজী থানার দুলাল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বন্দরের রেললাইন এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির কংক্রিট মিক্সচার গাড়িটি দ্রুতগতিতে চলছিল। এটি একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে এর আরোহী ছিটকে সড়কে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ৮টার দিকে হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, আহত শাওন মৃত্যুবরণ করেছেন। এদিকে ঘটনার পরপরই উপস্থিত লোকজন গাড়ির চালক সোহেলকে আটক করে। 

বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘চালককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে সড়ক আইনে মামলা দায়ের করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত