রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহান এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তির নাম মনির হাসান (৪২)। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০ বছর আগে মনির হাসান রাজবাড়ী সদর উপজেলার বানিয়ারী গ্রামের হাসি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর মনির হাসান বানিয়ারী গ্রামে শ্বশুর বাড়িতে করতেন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালে ২৯ জুন মনির মধ্য রাতে হাসি বেগমকে গোয়াল ঘরে নিয়ে বড় গামলার মধ্যে পানিতে চুবিয়ে হত্যা করে।
এ সময় তাঁদের দুই সন্তানের চিৎকারে এলাকাবাসী জড়ো হলে তখন মনির স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। পর দিন হাসি বেগমের ভাই ইয়াকুব আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মনিরকে আসামি করে হত্যা মামলা মায়ের করেন। মনির আদালতেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, আসামি আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। আবার তাদের দুই সন্তান এই মামলায় আদালতে সাক্ষী দিয়েছে। ফলে আজ আদালত যে রায় দিয়েছে আমরা অনেক খুশি। বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহান এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তির নাম মনির হাসান (৪২)। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০ বছর আগে মনির হাসান রাজবাড়ী সদর উপজেলার বানিয়ারী গ্রামের হাসি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর মনির হাসান বানিয়ারী গ্রামে শ্বশুর বাড়িতে করতেন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালে ২৯ জুন মনির মধ্য রাতে হাসি বেগমকে গোয়াল ঘরে নিয়ে বড় গামলার মধ্যে পানিতে চুবিয়ে হত্যা করে।
এ সময় তাঁদের দুই সন্তানের চিৎকারে এলাকাবাসী জড়ো হলে তখন মনির স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। পর দিন হাসি বেগমের ভাই ইয়াকুব আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মনিরকে আসামি করে হত্যা মামলা মায়ের করেন। মনির আদালতেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, আসামি আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। আবার তাদের দুই সন্তান এই মামলায় আদালতে সাক্ষী দিয়েছে। ফলে আজ আদালত যে রায় দিয়েছে আমরা অনেক খুশি। বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৭ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৩ মিনিট আগে