Ajker Patrika

গাজীপুরে ২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
পোশাক কারখানা রাখার নোটিশ
পোশাক কারখানা রাখার নোটিশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকায় এম এম গ্রুপের তিনটি কারখানা রয়েছে। বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ তা মেনে নিয়ে সুসম্পর্ক বজায় রেখে কারখানা পরিচালনা করে আসছিল। তবে সম্প্রতি কিছু শ্রমিকের অশোভন আচরণ মালিকপক্ষকে ব্যথিত করে। এর পরিপ্রেক্ষিতে তিনটি কারখানা থেকে প্রায় ৩০০ শ্রমিককে ছাঁটাই করে তাঁদের পাওনা পরিশোধ করা হয়।

এ ঘটনার পর একদল শ্রমিকের ওপর মারধরের গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবকে কেন্দ্র করে মঙ্গলবার শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানার ভেতরে বিক্ষোভ করে উচ্ছৃঙ্খল আচরণে জড়িয়ে পড়েন। পরে বিকেলে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) স্বাক্ষরিত বন্ধের নোটিশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কারখানা চালু হলে গার্মেন্টস, স্ক্রিন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকেরা ইচ্ছাকৃতভাবে কাজে অবাধ্য দেখিয়ে কর্মবিরতি পালন করেন এবং কারখানার ভেতরে উচ্ছৃঙ্খলতা সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেন। এতে কারখানা ক্ষতির মুখে পড়ে এবং শ্রমিকদের আচরণকে ‘বেআইনি ধর্মঘট’ হিসেবে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধনী ২০১৩ ও ২০১৮)-এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানার গার্মেন্টস ডিভিশনের সব শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খোলার বিষয়ে নোটিশের মাধ্যমে জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, ছাঁটাইকৃত কয়েকজন সহকর্মীকে মালিকপক্ষের লোকজন মারধর করায় তারা প্রতিবাদস্বরূপ কাজে বসে থাকেন। পরে রাত ১০টার দিকে কারখানা বন্ধের ঘোষণা আসে।

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, শ্রমিকদের অশোভন আচরণের কারণে আইন অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাঁটাইকৃত শ্রমিককে মারধরের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, মালিকপক্ষ সাধারণত নিজেরাই সমস্যার সমাধান করে থাকেন। তবে সম্প্রতি অন্যান্য কারখানার প্রভাব পড়ায় শ্রমিকদের মধ্যেও অসৌজন্যমূলক আচরণ দেখা দেয়। এ অবস্থায় কারখানাটি বন্ধ করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত