কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে বুধবার সকালে ভাতিজার হাতে চাচি খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল সরকারের (২৭) বাবা জাকির হোসেন সরকারকে আটক করেছে পুলিশ।
উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান জানান, ধরপাড়া দক্ষিণপাড়া গ্রামের জাকির হোসেন ও তাঁর ভাই আওলাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে জাকির হোসেনের ছেলে নাজমুল প্রায় সাত-আট ভরি স্বর্ণালংকার আওলাদ হোসেনের ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনেরা একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান করতে পারেননি।
গত মঙ্গলবার দুপুরের পর থেকে নাজমুলের ছেলে নীরব সরকারকে (৬) খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ১১টার পর নীরব বাড়ি ফিরলে তাকে জিজ্ঞেস করলে আওলাদের ছেলে শামীমের ঘর থেকে সে বেরিয়ে এসেছে বলে জানায়। এ নিয়ে বুধবার সকালে উভয়ের বাড়ির মাঝখানের রাস্তায় একটি সালিস বৈঠক বসার সিদ্ধান্ত হয়। কিন্তু বুধবার বৈঠক বসার আগেই উভয় পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা-কাটাকাটির একপর্যায়ে নাজমুল ছুরি দিয়ে তার চাচি নারগিস আক্তারের (৪০) বুকে আঘাত করেন। এ সময় আওলাদ হোসেন (৫০) ও তাঁর ছেলে শামীম হোসেন (২৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নারগিস আক্তার মারা যান। আওলাদ হোসেন ও শামীম হোসেনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় নাজমুলের বাবা জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে বুধবার সকালে ভাতিজার হাতে চাচি খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল সরকারের (২৭) বাবা জাকির হোসেন সরকারকে আটক করেছে পুলিশ।
উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান জানান, ধরপাড়া দক্ষিণপাড়া গ্রামের জাকির হোসেন ও তাঁর ভাই আওলাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে জাকির হোসেনের ছেলে নাজমুল প্রায় সাত-আট ভরি স্বর্ণালংকার আওলাদ হোসেনের ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনেরা একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান করতে পারেননি।
গত মঙ্গলবার দুপুরের পর থেকে নাজমুলের ছেলে নীরব সরকারকে (৬) খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ১১টার পর নীরব বাড়ি ফিরলে তাকে জিজ্ঞেস করলে আওলাদের ছেলে শামীমের ঘর থেকে সে বেরিয়ে এসেছে বলে জানায়। এ নিয়ে বুধবার সকালে উভয়ের বাড়ির মাঝখানের রাস্তায় একটি সালিস বৈঠক বসার সিদ্ধান্ত হয়। কিন্তু বুধবার বৈঠক বসার আগেই উভয় পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা-কাটাকাটির একপর্যায়ে নাজমুল ছুরি দিয়ে তার চাচি নারগিস আক্তারের (৪০) বুকে আঘাত করেন। এ সময় আওলাদ হোসেন (৫০) ও তাঁর ছেলে শামীম হোসেন (২৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নারগিস আক্তার মারা যান। আওলাদ হোসেন ও শামীম হোসেনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় নাজমুলের বাবা জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৭ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে