Ajker Patrika

রোহিঙ্গাদের সহায়তায় এডিবির ৩৮২ কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ জুন ২০২২, ২২: ১৮
রোহিঙ্গাদের সহায়তায় এডিবির ৩৮২ কোটি টাকা অনুদান

কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বাংলাদেশকে ৪ দশমিক ১ কোটি ডলার অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৮২ কোটি টাকা। বুধবার এ বিষয়ে সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে স্বাক্ষর করেন। 

‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’ (এলজিইডি অংশ) এবং ‘কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রমে জরুরি সহায়তা প্রকল্প’—শীর্ষক চলমান দুটি প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অনুদান দিয়েছে সংস্থাটি।

এর মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা, অস্থায়ী বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণ করা হবে। পাশাপাশি সড়কসহ স্থানীয় অবকাঠামো তৈরি হবে। যাতে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিভিন্ন মানবিক সহায়তা রোহিঙ্গাদের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়। 

অনুদান ছাড়াও গতকাল এডিবির সঙ্গে আরও ৩ কোটি ডলারের একটি ঋণ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। যা কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়নে ব্যয় করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত