কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে হুমায়ুন (২০) নামের এক অটোরিকশা চালকের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাদে শ্রীরামপুর গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হুমায়ুন করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশি গ্রামের ওসমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রোগী আনার কথা বলে অজ্ঞাত এক যাত্রী কিশোরগঞ্জ শহরের পুরান থানা থেকে হুমায়ুনের অটোরিকশা ভাড়া নিয়ে করিমগঞ্জের জঙ্গলবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় চালক হুমায়ুন তার ফুফাতো ভাই শামীমকে কল করে দেওয়ানগঞ্জ বাজারের কাছে থাকতে বলেন।
দেওয়ানগঞ্জ বাজারের কাছে গিয়ে শামীমকে অটোতে উঠতে বললে ওই যাত্রী তাঁকে বলেন, রোগী ও রোগীর সঙ্গে বেশি লোক থাকায় আর কাউকে নেওয়া যাবে না। পরে শামীমকে ছাড়াই অটো নিয়ে চলে যান হুমায়ুন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময়েও হুমায়ুন ফিরে না আসায় শামীম তাঁর মোবাইল নম্বরে কল দেন। কিছুক্ষণ কল গেলেও পরে বন্ধ হয়ে যায়।
আজ সকাল সাড়ে ৬টার দিকে ওই গ্রামের জঙ্গলবাড়ি মহিলা কলেজের পাশে মোস্তফার বাগানে হুমায়ুনের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ পাওয়া যায়। কিন্তু অটোরিকশাটি পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা ওসমান বলেন, ‘আমার ছেলেকে এভাবে মেরে ফেলল। আমার ছেলেকে কি কারণে হত্যা করা হলো। আমার ছেলেকে যেই মারুক তাদের বিচার চাই।’
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাব্বত বলেন, মরদেহটি শনাক্ত করা হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি শনাক্তে আমরা কাজ করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
কিশোরগঞ্জের করিমগঞ্জে হুমায়ুন (২০) নামের এক অটোরিকশা চালকের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাদে শ্রীরামপুর গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হুমায়ুন করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশি গ্রামের ওসমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রোগী আনার কথা বলে অজ্ঞাত এক যাত্রী কিশোরগঞ্জ শহরের পুরান থানা থেকে হুমায়ুনের অটোরিকশা ভাড়া নিয়ে করিমগঞ্জের জঙ্গলবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় চালক হুমায়ুন তার ফুফাতো ভাই শামীমকে কল করে দেওয়ানগঞ্জ বাজারের কাছে থাকতে বলেন।
দেওয়ানগঞ্জ বাজারের কাছে গিয়ে শামীমকে অটোতে উঠতে বললে ওই যাত্রী তাঁকে বলেন, রোগী ও রোগীর সঙ্গে বেশি লোক থাকায় আর কাউকে নেওয়া যাবে না। পরে শামীমকে ছাড়াই অটো নিয়ে চলে যান হুমায়ুন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময়েও হুমায়ুন ফিরে না আসায় শামীম তাঁর মোবাইল নম্বরে কল দেন। কিছুক্ষণ কল গেলেও পরে বন্ধ হয়ে যায়।
আজ সকাল সাড়ে ৬টার দিকে ওই গ্রামের জঙ্গলবাড়ি মহিলা কলেজের পাশে মোস্তফার বাগানে হুমায়ুনের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ পাওয়া যায়। কিন্তু অটোরিকশাটি পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা ওসমান বলেন, ‘আমার ছেলেকে এভাবে মেরে ফেলল। আমার ছেলেকে কি কারণে হত্যা করা হলো। আমার ছেলেকে যেই মারুক তাদের বিচার চাই।’
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাব্বত বলেন, মরদেহটি শনাক্ত করা হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি শনাক্তে আমরা কাজ করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৪৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে