নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফসা আক্তার কাকলী (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে তাঁর স্বামী সাইফুল ইসলাম শাকিল (৩২) পলাতক রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় হাফসাকে প্রথমে ইউএস-বাংলা হাসপাতাল ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।’
নিহত কাকলী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। তিনি সাইফা আক্তার (৫) আবদুল্লাহ (২) নামে দুই সন্তানের মা।
নিহতের পরিবারের লোকজন জানান, ছয় বছর আগে কাকলী ও সাইফুলের বিয়ে হয়। সম্প্রতি সাইফুল অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ১১ জানুয়ারি বিকেলে কাকলী তাঁর ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় সাইফুল ও কাকলীর মধ্যে ঝগড়া হয়।
নিহতের পরিবারের লোকজন আরও জানান, গতকাল রাতে সাইফুল কাকলীকে পিটিয়ে জখম করেন। কাকলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে ঢাকা মেডিকেলে মারা যান তিনি।
কাকলীর মৃত্যুর খবর পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। কাকলীর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে।
এই ঘটনায় কাকলীর বাবা ইসমাঈল মিয়া বাদী হয়ে মেয়ের স্বামীসহ পাঁচজনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফসা আক্তার কাকলী (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে তাঁর স্বামী সাইফুল ইসলাম শাকিল (৩২) পলাতক রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় হাফসাকে প্রথমে ইউএস-বাংলা হাসপাতাল ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।’
নিহত কাকলী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। তিনি সাইফা আক্তার (৫) আবদুল্লাহ (২) নামে দুই সন্তানের মা।
নিহতের পরিবারের লোকজন জানান, ছয় বছর আগে কাকলী ও সাইফুলের বিয়ে হয়। সম্প্রতি সাইফুল অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ১১ জানুয়ারি বিকেলে কাকলী তাঁর ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় সাইফুল ও কাকলীর মধ্যে ঝগড়া হয়।
নিহতের পরিবারের লোকজন আরও জানান, গতকাল রাতে সাইফুল কাকলীকে পিটিয়ে জখম করেন। কাকলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে ঢাকা মেডিকেলে মারা যান তিনি।
কাকলীর মৃত্যুর খবর পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। কাকলীর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে।
এই ঘটনায় কাকলীর বাবা ইসমাঈল মিয়া বাদী হয়ে মেয়ের স্বামীসহ পাঁচজনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৬ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪৪ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে